শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
শ্রমিক নেতা কিবরিয়া মিঝির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন  কচুয়ায় একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  মতলব উত্তরে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে ৮০ কেজি জাটকা জব্দ মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ বিল্লাল খান যৌথ বাহিনী কর্তৃক চাঁদপুর সদর উপজেলায় অপহরন কারী আটক জুলাই বিপ্লবের ছাত্রলীগ সন্ত্রাসী এখন ‘জুলাই যোদ্ধা’ গেজেটে ছাত্রদলের প্রতিবাদলিপিঃ বীরগঞ্জ প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিকসহ নবাগত ইউএনও‍‍`র সাথে বিভিন্ন শ্রেণী পেশার মতবিনিময় অনুষ্ঠিত। কুমিল্লায় ধর্ষণের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানববন্ধন করেছে সম্মিলিত নারী ফোরাম। পুঠিয়ায় জিয়া পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চাঁদপুর পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

সাভারে মানববন্ধন করায় দৃষ্টি প্রতিবন্ধীদের ওপর হামলার অভিযোগ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৯৮ বার পঠিত হয়েছে
আলমাস হোসেনঃ ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে অন্ধ সংস্থা মার্কেট নামে পরিচিত একটি শপিং কমপ্লেক্স দখল চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এই মানববন্ধন কর্মসূচি পালন শেষে ফেরার পথে দৃষ্টি প্রতিবন্ধীদের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার যুগ্ম মহাসচিব ইউনুসুর রহমান, রিপন ও গফফারসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত অন্ধ সংস্থা মার্কেটের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী। মানববন্ধন শেষে মার্কেটে প্রবেশ করার পর বেলা ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটায় সন্ত্রাসীরা।
মানববন্ধনে দৃষ্টি প্রতিবন্ধীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাভারের শপিং কমপ্লেক্সটি দখলের পায়তারা করছেন তোতলা পাভেল ও তার সহযোগীরা। এরই ধারাবাহিকতায় মার্কেটের জমিদারী ভাড়া উত্তোলন বন্ধ করে দেয় পাভেল। অভিযুক্ত পাভেল আহম্মেদ ও বাহাদুর ইমতিয়াজসহ তাদের সহযোগীদের মার্কেট দখল চেষ্টার প্রতিবাদে আজ এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। এসময় তারা দোষীদের বিচার দাবি করে বিক্ষোভ করেন। পরে বিক্ষোভ মিছিল শেষ করে মার্কেটে প্রবেশের পর অতর্কিত হামলার শিকার হন তারা।
এ বিষয়ে মানববন্ধনে অংশ নেওয়া জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার বলেন, আমাদের মার্কেটের নাম এনএফভিআই শপিং কমপ্লেক্স (অন্ধ মার্কেট)। এই মার্কেট দখল করতে বিভিন্নভাবে পায়তারা চলছে। আজ সেই বিষয়ে আমরা শান্তিপূর্ণভাবে মার্কেটের সামনে মানববন্ধন করেছি। মানববন্ধন শেষে সবাই চলে যাচ্ছিলাম। কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী শৌচাগারের যাওয়ার জন্য তিনতলায় গিয়েছিল। এসময় পাভেলের লোকজন তাদের আটকে মারধর করে। একপর্যায়ে আমাদের এক নেতার মাথা ফাটিয়ে দেয় তারা। এই হামলায় আমাদের অন্তত ৫ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com