সাভারে অন্ধ সংস্থা মার্কেট নামে পরিচিত একটি শপিং কমপ্লেক্স দখল চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এই মানববন্ধন কর্মসূচি পালন শেষে ফেরার পথে দৃষ্টি প্রতিবন্ধীদের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার যুগ্ম মহাসচিব ইউনুসুর রহমান, রিপন ও গফফারসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত অন্ধ সংস্থা মার্কেটের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী। মানববন্ধন শেষে মার্কেটে প্রবেশ করার পর বেলা ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটায় সন্ত্রাসীরা।
মানববন্ধনে দৃষ্টি প্রতিবন্ধীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাভারের শপিং কমপ্লেক্সটি দখলের পায়তারা করছেন তোতলা পাভেল ও তার সহযোগীরা। এরই ধারাবাহিকতায় মার্কেটের জমিদারী ভাড়া উত্তোলন বন্ধ করে দেয় পাভেল। অভিযুক্ত পাভেল আহম্মেদ ও বাহাদুর ইমতিয়াজসহ তাদের সহযোগীদের মার্কেট দখল চেষ্টার প্রতিবাদে আজ এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। এসময় তারা দোষীদের বিচার দাবি করে বিক্ষোভ করেন। পরে বিক্ষোভ মিছিল শেষ করে মার্কেটে প্রবেশের পর অতর্কিত হামলার শিকার হন তারা।
এ বিষয়ে মানববন্ধনে অংশ নেওয়া জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার বলেন, আমাদের মার্কেটের নাম এনএফভিআই শপিং কমপ্লেক্স (অন্ধ মার্কেট)। এই মার্কেট দখল করতে বিভিন্নভাবে পায়তারা চলছে। আজ সেই বিষয়ে আমরা শান্তিপূর্ণভাবে মার্কেটের সামনে মানববন্ধন করেছি। মানববন্ধন শেষে সবাই চলে যাচ্ছিলাম। কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী শৌচাগারের যাওয়ার জন্য তিনতলায় গিয়েছিল। এসময় পাভেলের লোকজন তাদের আটকে মারধর করে। একপর্যায়ে আমাদের এক নেতার মাথা ফাটিয়ে দেয় তারা। এই হামলায় আমাদের অন্তত ৫ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।