এসময় বক্তারা বলেন, বক্তারা বলেন, আমরা দাবী করেছি শ্রমিকদের লাইসেন্স সরকারি করে দেয়ার জন্য। আপনাদের জানেন না পূর্বের ইউনিয়ন নেতারা সরকারের কাছ থেকে অনুদান এনে তারাই নিজেরা খেয়েছে। আপনারা কি পেয়েছে না পেয়েছেন তা আমরা জানতে চাইনা। তবে এখন থেকে আমাদেরকে সর্বাত্রক সহায়তা করবেন, আমরা আপনাদের পাশে আছি থাকবো। আপনারা শৃঙ্খলা বজায় রেখে গাড়ি চালাবেন। আপনারা যদি মামলা হামলায় পরেন, তাহলে আমাদেনকে বলবেন আমরা প্রশাসনের সাথে কথা বলে তা ছারানোর ব্যবস্হা করবো। আমরা শ্রমিকদের স্বার্থে স্মারক লিপি দিয়েছি। চাঁদপুরে কোনো গাড়ি পাকিং করার স্হান নেই। আপনারা আমাদের কথা শুনেই সন্তুষ্ট হওয়ার কিছু নাই। তবে আপনারা আইন মেনে গাড়ি চালাতে হবে। জেলায় ১৫ হাজার গাড়ী আছে। তার মধ্যে ৮ হাজার ৫০০ গাড়ীর লাইসেন্স আছে। আপনারা নিজের দোষ না দেখে অন্যের দোষ দেখবেন না। এই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। ফ্যাসিস্ট সরকার দেশ ছেরে পালিয়ে যাওয়ার পরে তাদের প্রেতাত্মারা এখনো রয়েছে। আমরা চাঁদপুর শহরে সিএনজি স্কুটার নিয়ে ছিনিবিনি খেলা চলছে। এ খেলা শ্রমিক দল খেলতে দিবে না। শান্তির শহর চাঁদপুর কে আশান্তি সৃষ্টি করতে দেবে না। আমরা আপনাদের পাশে আছি আপনারা ও আমাদের পাশে থাকবেন।
জেলা যুবদলের সাধারন সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম সুমন, জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের সভাপতি মোঃ মকবুল হোসেন, সাধারন সম্পাদক মোঃ হালিম মাতাব্বর, পৌর জাতীয়তাবাদীর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ছোটন, পৌর জাতীয়তাবাদীর সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মনির মিজি।
আরো বক্তব্য রাখেন, মোঃ বাবুল খান সিনিয়র সহ সভাপতি শ্রমিক ইউনিয়ন, জোবায়ের হোসেন নয়ন সভাপতি মালিক সমিতি,তাজল ইসলাম জমাদার, মাহবুব আলম সরকার সমাজ সেবক।
সভাপতির বক্তব্য রাখেন সিএনজি চালিত অটোরিক্সা অটো টেম্পু ও মিশুক, বেবী ট্যাক্সি, টেক্সিকার পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজিঃ (২৫০৩)এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রিপন হোসেন। সভা পরিচালনা করেন প্রতিষ্ঠাতাকালীন যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ অলি উল্যাহ।