সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদীর তীর কেটে বালি বিক্রি করাসহ আইন অমান্য করে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবাধে পাথর, কয়লা, গরু, গাছ, কসমেটিকস ও কাপড়সহ নানান পন্য সামগ্রী পাচাঁর করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়- আজ রবিবার (২৭ আগস্ট) দুপুরে সীমান্তের লাউড়গড় বিজিবি ক্যাম্পের সামনের স্থান থেকে যাদুকাটা নদীর তীর কেটে ১০টি ইঞ্জিনের নৌকা বোঝাই করে বালি নিয়ে যায় একটি চক্র। এছাড়া সীমান্তের জিরো পয়েন্ট অতিক্রম করে ভারত থেকে শতশত বারকি ও ইঞ্জিনের নৌকা দিয়ে অবৈধ ভাবে আনা হয় পাথর ও কয়লা। তাছাড়া বিজিবির সোর্স পরিচয় দিয়ে লাউড়গড় গ্রামের মোহাম্মদ মিয়া ও বায়েজিদ মিয়াগং প্রতিনৌকা থেকে ৩শ টাকা করে চাঁদা নিয়ে প্রতিরাতে ভারতে লোক পাঠায় পাথর ও কয়লা পাচাঁর করার জন্য। অন্যদিকে চোরাকারবারী জসিম মিয়া নিজেকে বিজিবির সোর্স পরিচয় দিয়ে এই সীমান্তের সাহিদাবাদ-দশঘর এলাকা দিয়ে প্রতিদিন গরু পাচাঁর করে এবং পাচাঁরকৃত প্রতিগরু থেকে ১হাজার ৫শত টাকা করে চাঁদা নেয়। শুধু তাই নয়, সোর্স পরিচয়ধারীরা অবাধে মদ, গাঁজা, ইয়াবা, নাসিরউদ্দিন বিড়ি, গাছ, কসমেটিকস ও কাপড়সহ নানান পন্য সামগ্রীও পাচাঁর করছে। গত বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে ভারত থেকে পাথর ও কয়লা আনতে গিয়ে যাদুকাটা নদীতে নৌকা ডুবে শ্রমিক আব্দুল হাসিমের মর্মান্তিক মৃত্যু হয়। এই সীমান্ত দিয়ে চোরাচালান করতে গিয়ে এপর্যন্ত অর্ধশতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আরো জানা গেছে- গত শনিবার (১৯ আগস্ট) রাতে যাদুকাটা নদীর তীর কেটে বালি বিক্রি করার সময় অভিযান চালিয়ে ২৪লাখ টাকা মূল্যের বালি বোঝাই ৪টি ইঞ্জিনের নৌকাসহ ৫জন ও গত বুধবার (১৬ আগস্ট) রাতে যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে পাচাঁরকৃত ৫লাখ ২৭হাজার ৩২৫টাকা মূল্যে বিভিন্ন অবৈধ মালামাল ও মদসহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু বিজিবির পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেওয়ার কারণে চোরাচালান ও চাঁদাবাজি বেড়েগেছে বলে সীমান্তবাসী জানান।
এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের লাউড়গড় বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার রায়হান বলেন- বায়েজিদ ও মোহাম্মদ আমাদের ক্যাম্পের কাজ কর্ম করে। কিন্তু বিজিবি ক্যাম্পের নামে চাঁদা উত্তোলনের বিষয়টি জানিনা। আমরা সারাদিন যাদুকাটা নদী নিয়ে কাজ করার কারণে অন্য কাজ করতে পারছিনা।