মোজাম্মেল আলম ভূঁইয়া- প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাওরে নৌকা ডুবে ৩ ভাই-বোনের মর্মান্তিক মৃত্যুর হয়েছে। মৃতরা হলো- জেলার সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৩), মারজানা আক্তার (৮) ও ছেলে রবিন মিয়া (৪)। আজ রবিবার (২ জুলাই) বিকাল সাড়ে ৩টায় ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহযোগীতায় ৩জনের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- দুপুর ২টায় সময় ছোট ডিঙ্গি নৌকা দিয়ে বসতবাড়ি সংলগ্ন গোবিন্দপুর হাওরে বেড়াতে যায় ফারজানা, মারজানা ও রবিন। কিছুক্ষণ পর হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়। তখন বাতাসে তাদের নৌকাটি উল্টে হাওরে ডুবে যাওয়ার কারণে ৩ ভাই-বোন পানি ডুবে নিখোঁজ হয়ে যায়। এঘটনার ঘন্টাখানেক পর শিশু রবিনের লাশ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসকে অবগত করে। পরে অনেক খোঁজাখুজির পর হাওরের পানি থেকে ২ বোনের মৃত দেহ উদ্ধার করে ডুবুরীরা।
এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর বলেন- ৩ ভাই বোনের লাশে সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে। তাদের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।