শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
শ্রমিক নেতা কিবরিয়া মিঝির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন  কচুয়ায় একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  মতলব উত্তরে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে ৮০ কেজি জাটকা জব্দ মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ বিল্লাল খান যৌথ বাহিনী কর্তৃক চাঁদপুর সদর উপজেলায় অপহরন কারী আটক জুলাই বিপ্লবের ছাত্রলীগ সন্ত্রাসী এখন ‘জুলাই যোদ্ধা’ গেজেটে ছাত্রদলের প্রতিবাদলিপিঃ বীরগঞ্জ প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিকসহ নবাগত ইউএনও‍‍`র সাথে বিভিন্ন শ্রেণী পেশার মতবিনিময় অনুষ্ঠিত। কুমিল্লায় ধর্ষণের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানববন্ধন করেছে সম্মিলিত নারী ফোরাম। পুঠিয়ায় জিয়া পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চাঁদপুর পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

সুনামগঞ্জে পৃথক অভিযানে অস্ত্র ও চিনিসহ ১০ জন গ্রেফতার

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১২৭ বার পঠিত হয়েছে

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ: সুনামগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালান ও মাদক বাণিজ্যসহ জুয়া ও চাঁদাবাজি দিনদিন বেড়েই চলেছে। পুলিশ পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চিনি ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র জব্দ করাসহ সীমান্ত চোরাকারকারী ও জুয়ারীসহ মোট ১০জন গ্রেফতার করছে। আজ শুক্রবার (১১ আগস্ট) দুপুরে পৃথক ভাবে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে- আজ শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টায় জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কাইনকোনাম লক্ষণসোম ও কোনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩টি রামদা, ১৯২টি বাঁশের লাঠি, ৩২টি লোহার পাইপ, ৫টি ঢাল, ৬টি হেলমেট, ২৩টি বাঁশের টেটা, ১৬৫টি লোহার সুরকি, ৩২টি লোহার কতরা, ৩৮টি লোহার বল্লম উদ্ধার করে পুলিশ। অন্যদিকে দোয়ারাবাজার উপজেলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে পাচাঁরকৃত ১০ বস্তা চিনিসহ চোরাকারবারী রমজান মিয়া ও কবির আহমেদকে গ্রেতার করা হয়। কিন্তু তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তে জঙ্গলবাড়ি, কলাগাঁও, এলসি পয়েন্ট, বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে চোরাচালান মামলার আসামী কলাগাঁও গ্রামের রফ মিয়া, সাইফুল মিয়া, জঙ্গলবাড়ি গ্রামের লেংড়া জামাল, হযরত আলী, বাঁশতলা গ্রামের সুলতান মিয়া, আনোয়ার হোসেন বাবলু, লালঘাটের রুবেল মিয়া নিজেদেরকে বিজিবি, পুলিশ, ডিএসবি ও বিএসএফের সোর্স পরিচয় দিয়ে ভারত থেকে শতশত মেঃটন কয়লা ও চুনাপাথর পাচাঁর করাসহ হাইকোর্টে নিদের্শ অমান্য করে বাংলা কয়লা ইঞ্জিনের নৌকা বোঝাই করে নিয়ে যায় এবং প্রতিনৌকা কয়লা ও চুনাপাথর (২০-৩০) থেকে সাংবাদিক, পুলিশ ও বিজিবির নাম ভাংগিয়ে ৩০ থেকে ৪৫ হাজার টাকা চাঁদা নিলেও এব্যাপারে কেউ কোন পদক্ষেপ নেয়নি। তবে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১০টা এউপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের সাইফুল ইসলামের বাড়ি সংলগ্ন মুদির দোকানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়ারী আব্দুর রাজ্জাক, নজু মিয়া, শুক্কুর আলী, আব্দুর রশিদ, নুর আলম, লিটন মিয়া, মোক্তার হোসেন ও জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় জুয়া খেলার সামগ্রীসহ নগদ ৮হাজার ৮শত টাকা জব্দ করা হয়। কিন্তু একাধিক মামলা থাকার পরও সীমান্ত চোরাকারবারী ও সোর্স পরিচয়ধারীদেরকে গ্রেফতার করা হয়না। একারণে গত শনিবার (৫ আগস্ট) দুপুরে বালিয়াঘাট সীমান্তের লাকমা এলাকা দিয়ে সোর্স পরিচয়ধারী একাধিক মামলার আসামী ইয়াবা কালাম, জিয়াউর রহমান জিয়া, মনির মিয়া, রতন মহলদার, কামরুল মিয়ার নেতৃত্বে ভারত থেকে অবৈধ ভাবে কয়লা পাচাঁর করতে গিয়ে চোরাই কয়লার গুয়ায় মাটি চাপা পড়ে আক্তার হোসেন (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়। এরআগে গত বুধবার (২ আগস্ট) রাত ২টায় বহুল আলোচিত লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে পাথর পাচাঁরের সময় নৌকা ডুবে আব্দুল হাসিম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া গত বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোর ৫টায় উপজেলার চারাগাঁও সীমান্তের জঙ্গলবাড়ি ও কলাগাঁও এলাকা থেকে ৯টি ইঞ্জিনের নৌকা বোঝাই করে বিপুল পরিমান কয়লা ও চুনাপাথর পাচাঁর করেছে স্থানীয় চোরাকারবারীরা। এরআগে গত মঙ্গলবার (৮ আগস্ট) রাত ১১টা থেকে বুধবার (৯ আগস্ট) ভোর ৫টায় পর্যন্ত এই সীমান্তের লালঘাট, বাঁশতলা ও বিজিবি ক্যাম্পের পূর্বে অবস্থিত সমসারপাড় গ্রাম থেকে মোট ৫২টি ইঞ্জিনের নৌকা বোঝাই করে ভারত থেকে পাচাঁরকৃত অবৈধ চোরাই কয়লা ও হাইকোর্টের নির্দেশ অমান্য করে বাংলা কয়লা নিয়ে গেছে চোরাকারবারীরা। তার আগে গত সোমবার (৭ আগস্ট) রাত ১০টা থেকে মঙ্গলবার (৮ আগস্ট) ভোর ৫টা পর্যন্ত এই সীমান্তের জঙ্গলবাড়ি ও কলাগাঁও এলাকা থেকে ৬৮টি নৌকা বোঝাই করে বাংলা ও চোরাই কয়লাসহ চুনাপাথর পাচাঁর করা হয়। কিন্তু এব্যাপারে আইনগত কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
ছাতক-দোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ও দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান অস্ত্র ও চিনিসহ চোরাকারবারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান- আটককৃতদের বিরোদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে কারাঘারে পাঠানো হয়েছে।

 

 

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com