সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে এক প্রবাসীর স্ত্রী হয়েছেন ৪ মাসের অন্তঃসত্বা। এজন্য ছাড়তে হয়েছে স্বামীর বাড়ি। তাই থানায় দায়ের করেছেন মামলা। আর এই ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
এলাকাবাসী জানায়- জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের গরু ব্যবসায়ী কালা মিয়ার বড় ছেলে হানিফ মিয়ার সাথে পাশের উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ি গ্রামের কৃষক আলাল মিয়ার মেয়ে খালেদা বেগমের প্রায় ১০বছর আগে বিয়ে হয়। তাদের রয়েছে ১ ছেলে ও ১ মেয়ে। কিন্তু কাজের সুবাদে স্ত্রী ও সন্তান রেখে প্রায় ৭বছর আগে সৌদি আরবে চলে যান স্বামী হানিফ মিয়া। এমতাবস্থায় স্বামীর অনুপস্থিতে স্ত্রী খালেদা বেগম হয়ে পড়েছে ৪মাসের অন্তঃসত্বা। সম্প্রতি এঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা মেঝো দেবর আশিক মিয়া ও ছোট দেবর আকাশ মিয়াকে দায়ী করেন। এজন্য ওই গৃহবধুর ওপর শুরু হয় নির্যাতন। পরে এলাকার গন্যমান্য ব্যক্তিরা অন্তঃসত্বা গৃহবধুকে উদ্ধার করে তার বাবার বাড়িতে পাঠায়। এরপর গত ১৬জুন (শুক্রবার) দুপুরে শ^শুর কালা মিয়া, দেবর আশিক মিয়া ও আকাশ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য বাদাঘাট পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। কিন্তু আন্তঃসত্বা গৃহবধুর জবানবন্ধিতে পাল্টে যায় চিত্র। ছেড়ে দেওয়া হয় শ^শুর ও ২ দেবরকে। তারপর এদিন রাতেই উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতলা-চরগাঁও গ্রামের নুর মিয়ার ছেলে গরু ব্যবসায়ী কালা মিয়া (৩৫)কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে-মামলা নং-৮ দায়ের করেন অন্তঃসত্বা গৃহবধু খালেদা বেগম।
মামলা সূত্রে জানা যায়- গৃহবধুর শ^শুর কালা মিয়া ও লম্পট কালা মিয়া দুজনই গরুর ব্যবসা করেন। সেই সুবাধে তাদের বাড়িতে আসা যাওয়ার সময় কু-প্রস্তাব দিয়ে প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করতো ৩ সন্তানের জনক লম্পট কালা মিয়া। এই বিষয়টি শ^াশুরী রেজিয়া বেগমকে জানালে তিনি কালা মিয়াকে কিছু না বলে উল্টো গৃহবধু খালেদা বেগমকে গালিগালাজ করতো। এই সুযোগকে কাজে লাগিয়ে গত ৪ফেব্রুয়ারী রাত অনুমান ১টায় ওই গৃহবধুর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষন করে কালা মিয়া। এর ফলে সে অন্তঃসত্বা হয়েপড়ে। গত ৯জুন (শুক্রবার) সকালে শ^াশুরীকে এবিষয়টি জানালে তারা দিশেহারা হয়ে পড়ে। এরপর গত ১২জুন (সোমবার) বিকেলে বাদাঘাট লাইফ কেয়ার মেডিকেল সেন্টারে নিয়ে পরিক্ষা-নিরীক্ষা করার পর প্রবাসীর স্ত্রী ৪ মাসের অন্তঃসত্বা এই বিষয়টি নিশ্চিত হয়। কিন্তু লম্পট কালা মিয়া এখনও পর্যন্ত গৃহবধুকে গ্রহণ করেনি, দেয়নি তার গর্ভে থাকা সন্তানের অধিকার।
দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসাইন বলেন- আন্তঃসত্বা প্রবাসীর স্ত্রীর মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। যাবতীয় আলামত সংগ্রহ করে এব্যাপারে শীগ্রই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।