মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ: সুনামগঞ্জে নিখোঁজের ২০ঘন্টা পর বস্তা বন্ধি অবস্থায় অষ্টম শ্রেণীতে পড়–য়া (১৬) এক স্কুলছাত্রীর লাশ বস্তা বন্ধি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তবে এঘটনার প্রেক্ষিতে কেউ গ্রেফতার হয়নি। গতকাল শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় জেলার শান্তিগঞ্জ উপজেলার একটি গ্রামে ওই স্কুলছাত্রীর লাশ পাওয়া যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত শুক্রবার (২১ জুলাই) রাত ১০টায় বাবা-মায়ের সাথে খাওয়া শেষ করে ওই স্বুলছাত্রী নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরদিন শনিবার (২২ জুলাই) সকালে তাকে রুমে দেখতে পাওয়া যায়নি। পরে দিনভর এলাকার বিভিন্ন জায়গাসহ আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেওয়া হয়। কিন্তু ওই ছাত্রীর সন্ধান কোথাও পাওয়া যায়নি। পরে এদিন সন্ধ্যা সাড়ে ৭টার সময় গ্রামের রাস্তার পাশে বস্তা বন্ধি অবস্থায় স্কুলছাত্রীর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। কিন্তু ওই ছাত্রী কিভাবে নিখোঁজ হল এবং তাকে কে হত্যা করে বস্তা বন্ধি করে রাস্তার পাশে ফেলে রেখেছে তার জানা যায়নি। তবে স্কুলছাত্রীর রহস্যজনক মর্মান্তিক মৃত্যুর খবর তাৎক্ষনিক ভাবে চারদিকে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন- বস্তা বন্ধি অবস্থায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে তদন্ত চলছে।