মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ: সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় সুনামগঞ্জের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম- আলী হোসেন (৩৫)। সে জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তিংগের গাঁও গ্রামের মৃত আব্দুস ছোবাহানের ছেলে।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে নিহতের পরিবারের সদস্যরা জানায়- ৫ বছর আগে জীবিকার তাগিদে স্ত্রী ও ৪ ছেলে-মেয়েসহ অসহায় মাকে রেখে যুবক আলী হোসেন সৌদি আরব পাড়ি জমায়। ওই খানে সে ফসলের জমিতে (মাজরা) কাজ করতো। ৩ মাস আগে ছুটি নিয়ে নিজ বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার বেড়াতে এসেছিল। কিন্তু ছুটি শেষ হওয়ায় সে আবার সৌদি আরব চলে যায়। অনেক কষ্ঠ ও পরিশ্রমের বিনিময়ে অভাবকে গোছিয়ে নিয়ে ভালই চলছিল ওই যুবকের জীবন ও সংসার। কিন্তু তার ভাগ্যে সুখ সইলনা। গতকাল বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় প্রাইভেট কার চাপায় প্রবাসী যুবক আলী হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্মার আব্বাস উদ্দিন বলেন- সৌদি আরবে থাকা যুবক আলী হোসেন তার ভিসার মেয়াদ বাড়ানোর জন্য মোটর সাইকেল যোগে বাসা থেকে কপিলের নিকট যাচ্ছিল। ওই সময় পথের মধ্যে একটি প্রাইভেট কার এসে আলী হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমেছে।