সোমবার (১৭ জুলাই) বেলা ১২ টার দিকে আমগাঁও ইউনিয়নের জাদুরানী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে স্লোগানকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী উমাকান্ত ভৌমিকের সমর্থক ও চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ আলমগীরের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উমাকান্ত ভৌমিক নৌকা প্রতীকে, এসএম মনোয়ার হোসেন অটোরিস্কা প্রতীকে, মোহাম্মদ হবিবর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে এবং মো: আলমগীর চশমা প্রতীকসহ চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই কেন্দ্রের মোট ভোটার ৪ হাজার ৪৫৭ জন। চেয়ারম্যান পদ ছাড়াও সদরের জগন্নাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সদস্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সদরের জগন্নাথপুরে ৯ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৩১৫ জন। যার মধ্যে নারী ভোটার সংখ্যা ১১২৭ ও পুরুষ ভোটার সংখ্যা ১১৮৮ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১টি।
এবং হরিপুরের আমগাঁও ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ২৪৩৮৮ জন। নারী ভোটার সংখ্যা ১১৮৫৭ ও পুরুষ ভোটার সংখ্যা ১১৫৩১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১টি।
অসুস্থতাজনিত কারনে জনপ্রনিধিরা মৃত্যুবরণ করলে পদ দুটি শুণ্য হয়।