সুমন আহমেদ :
রাস্তা পারাপার হতে গিয়ে রোড এক্সিডেন্ট হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতুকে দেখতে বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যৈষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা এবং তার ছোট ভাই সানভীর হুদা। এসময় নুরুল হক জিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন তানভীর হুদা।
এসময় উপস্থিত ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, যুবদল নেতা দেলোয়ার হোসেন।
নুরুল হক জিতু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা ও মতলব উত্তর উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠন।