মানিক দাস ॥ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে চাঁদপুর সেতু ও মতলব মায়া চৌধুরী বীর বিক্রম সেতুতে একদিনের জন্য যানবাহন থেকে টোল আদায় বন্ধ এবং চাঁদপুর-ঢাকা নৌপথে চলাচলকারী সকল যাত্রীবাহী লঞ্চে কমপক্ষে ৫ জন অসহায় যাত্রীকে বিনা পয়সায় নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
১৪ মার্চ দুপুর ১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে টোল আদায়কারী, লঞ্চ মালিক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সভা অনুষ্ঠত হয়। ওই সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের গাছতলা চাঁদপুর সেতু এবং মতলব মায়া চৌধুরী বীর বিক্রম সেতুতে সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সকল প্রকার যানবাহন থেকে টোল আদায় বন্ধ রাখা হবে।
একইভাবে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সকল যাত্রীবাহী লঞ্চে কমপক্ষে ৫ জন যাত্রীকে বিনা পয়সায় পারাপার করার জন্য সিদ্ধান্ত হয়েছে। শুধু তাই নয় চাঁদপুর শহরের বিভিন্ন প্রসিদ্ধ মিষ্টি বিপনী বিতানগুলোতে শতাধিক ক্রেতাদেরকে বিনামূল্যে মিষ্টি বিতরণ করা হবে। শুধু তাই নয় বড় বড় হাটবাজারগুলোতে নির্ধারিত কিছু পণ্যে ২ থেকে ৫% মূল্য ছাড় দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়।