মানিক দাস // চাঁদপুর মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রেতাকে আটক করেছে। গতকাল ৩১জানুয়ারি রবিবার চাঁদপুর মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচাল এ,কে,এম দিদারুল আলমের নেতৃত্বে রেডিং টীম চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ পাইকাস্তা গ্রামের গাজীবাড়িতে সকাল ১১ টা থেকে সাড়ে ১১ পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আটক মোঃ জুলাস গাজীর(৩৩) দেহ তল্লাশী করে ৫২ (বাহান্ন) পিস ইয়াবা ও ১০০(একশত) গ্রামসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে উপ- পরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। চাঁদপুর মডেল থানার মামলা নং-৪২,তারিখঃ ৩১/১/২০২১।