তিনি বলেন, বক্তব্যে তিনি বলেন, তোমরাই আমাদের ভবিষ্যত।এই ভবিষ্যতকে সুস্হ্য রাখার জন্য এবং মানুষিক বিকাশের জন্য খেলাধুলা কোনো বিকল্প নাই। কারণ বর্তমানে বাংলাদেশে আজকে যে মাদকের বিস্তার তা থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখত হবে। মাদকের ছোবলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। খেলাধুলায় যদি তারা সম্পৃক্ত থাকে তাহলে আপনার সন্তান মুদক থেকে দুরে থাকবে।তেমনি ভাব মোবাইল আসক্ত থেকে সন্তানদেরকে দূরে রাখতে হবে। মোবাইলের মাধ্যমে আমাদের সন্তানেরা আসক্ত হয়ে কি ভাবে সময় অপচয় করছে।তারা যদি খেলাধুলায় মেতে থাকে তাহলে এসব আসক্ত থেকে দূরে থাকবে।আজকে যদি স্কুল বন্ধ থাকতো তাহলে এই শিশুরা মোবাইল নিয়ে আসক্ত থাকতো। তেমনি আমরা চাই বার্ষিক ক্রীড়ার মাধ্যমে বা যে কোনো অনুষ্ঠানে শিশুরা সম্পৃক্ত হয় তাহলে তারা সুস্হ্য দেহ ও মনের অধিকারি হবে। এলাকায় আমার দুটি প্রতিষ্ঠান আছে বলেই এ বিদ্যালয়ের সাথে আমার যোগাযোগ। বিদ্যালয়ের জায়গায় দোকান ও ড্রাস্টবিন। এসব অপসারন করে দখল মুক্ত করে বিদ্যালয়ের জমি উদ্ধার করা হবে।বৃষ্টি হলেই ক্লাস রুমে পানি প্রবেশ করে। শিক্ষকরা যেখানে এত সমস্যায় জর্জরিত সেখানে তারা কোমলমতি শিশুদের কি শিক্ষা দিবে। আমরা নিজেদের অর্থ দিয়ে সার্ভেয়ার এনে মাপ দিয়ে বিদ্যালয়ের জমি উদ্ধার করে নিয়ে আসবো। যারা দখল করে দোকান দিয়েছেন তার ঈদের পরপর দোকান সরিয়ে নিবেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষাক অফিসার মানছুর আহমেদ বলেন, এ বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমি আছে। কিন্তু ১৯ শতাংশ জমি দখল হয়ে আছে। আপনারা সহযোগিতা করেন তাহলে জমি উদ্ধার করতে পারলে শিশুদের বিনোদনের ব্যবস্হা সুন্দর হবে।এ বিদ্যালয়ে দুটি ল্যাপটব দেয়া হয়েছিল শিশুদের শিক্ষার জন্য। সেই ল্যাপটব রাতের আধারে দরজা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। তার খেসারত দিতে হয়েছে প্রতিষ্ঠানে স্বল্প বেতনের পিয়ন কে। তাছাড়া এ বিদ্যালয়ের ওয়াস বক্লের সংকট। বিদ্যালয় ভবনটি অনেক পুরাতন। যে কোনো সময় ভিনটি পরিত্যাক্ত ঘোষণা করা হতে পারে। তখন কি হবে? দখল হওয়া সম্পত্তি উদ্ধার করে তৃত্রল ভবন করা হতে পারে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি একেএম আজাদ পাটোয়ারী, সাধারন সম্পাদক শফিকুর রহমান ফিরোজ পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল, শাহজাহান সাজু, দাতা সদস্য জসিম মোল্লা, ইখতিয়ার উদ্দিন শিশু, আরিফুল ইকবাল লিটু।
কোরআন থেকে তেলোয়াত করেন, হাফেজ মোঃ হাবিবুর রহমান।
সার্বিক সহযোগিতায় ছিলেন, সহকারী শিক্ষিকা মোসাম্মৎ শওকত আরা, পাপড়ি দেবনাথ, উম্মে সালমা জান্নাতুল ফেরদৌস,দেবযানী সরকার,মোসাম্মৎ খাদিজা আক্তার, জোহরা আক্তার, ফারজানা আক্তার, খাদীজা আক্তার