মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে নিখোঁজের ৮দিন পর ভারত সীমান্তে পাওয়া গেছে যুবকের লাশের সন্ধান। মৃত যুবকের নাম- আলমগীর হোসেন (১৯)। সে জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের রুপনগর গ্রামের মৃত জামাল উদ্দিন মেম্বারের ছেলে।
এঘটনার প্রেক্ষিতে আজ সোমবার (২৬জুন) সকাল সাড়ে ১১টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। ভারতের শীলং জেলার কাইতকোনা বিএসএফ ক্যাম্পের নিচে অবস্থিত ১১৯৯পিলার সংলগ্ন স্থানে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবির পক্ষে মাটিরাবন ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার খাদেমুল ইসলাম ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কাইতকোনা বিএসএফ ক্যাম্পের কমান্ডার সাজি। এর আগে গতকাল রবিবার (২৫ জুন) সন্ধ্যায় নিখোঁজ যুবকের লাশ সনাক্ত হওয়ার পর রাত সাড়ে ১০টায় বিজিবি ও বিএসএফের মধ্যে প্রথম বৈঠক হয়। কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) আলমগীর হোসেনের লাশ ফেরত দেয়নি বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত শনিবার (১৭জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মধ্যনগর উপজেলার মাটিরাবন সীমান্তের বাকাতলা-কাইতকোনা এলাকা থেকে যুবক আলমগীর হোসেন নিখোঁজ হয়। এঘটনার পর গত সোমবার (১৯জুন) রাতে নিখোঁজ যুবকের সৎ বড়ভাই জাহাঙ্গীর মিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। মৃত আলমগীরের বাবা জামাল উদ্দিনের একাধিক পরিবার রয়েছে। তার মধ্যে আলমগীরের মা হলো তৃতীয়। মৃত জামাল উদ্দিন মেম্মারের একাধিক স্ত্রী ও সন্তানদের মধ্যে জায়গা-জমিসহ বিভিন্ন সম্পদ নিয়ে পারিবারিক সমস্যা সব সময় লেগে থাকতো। একারণে ছোট বেলায় আলমগীর তার মায়ের সাথে নানান বাড়িতে চলে আসে। স্থানীয় একটি বিদ্যালয়ে ৭ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে আলমগীর। কিন্তু বাবা জামাল উদ্দিনের মৃত্যুর পর আলমগীরের মায়ের অন্যত্র বিয়ে হয়। পরে অসহায় যুবক আলমগীর জীবন বাচাঁনোর তাগিদে কাজ শুরু করে। এমতাবস্থায় ওই যুবক নিখোঁজ হওয়ায় এলাকাবাসীর মাঝে সন্দেহের সৃষ্ঠি হয়। তাদের ধারনা পৈত্তিক সম্পতি থেকে বঞ্চিত করার জন্য আলমগীরকে সুকৌশলে হত্যা করে ভারতের ভিতরে নিয়ে ফেলে রাখা হয়েছে। আবার অনেকেই বলছে জীবিকার তাগিদে সীমান্ত চোরাচালানীদের সাথে অবৈধ কাজে জড়িয়ে পড়েছিল ওই যুবক। একারণে চোরাচালানীরাও যুবক আলমগীরকে হত্যা করতে পারে। তার এই রহস্যজনক মৃত্যুর বিষয়টি জানাজানি হওয়ার থেকে পুরো জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
এব্যাপারে নিহতের ফুফাতো ভাই আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন- অনেক খোঁজাখুজির পর ভারতের ৩ কিলোমিটার অভ্যন্তরে মেঘালয় রাজ্যের রংঢংগা নামক এলাকার জঙ্গলে একটি মৃতদেহ পাওয়া গেছে বলে জানতে পারি। পরে সেখান থেকে লাশের ছবি পাঠানোর পর নিখোঁজ আলমগীরের মৃত দেহ আমরা সনাক্ত করি। কিন্তু সে ওই জায়গায় কিভাবে গেল এবং তার মৃত্যু কিভাবে হলো তা বুঝতে পারছিনা।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের মাটিরাবন বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার খাদেমুল ইসলাম বলেন- মৃত যুবক আলমগীর হোসেনের লাশ দেশে ফেরত আনার জন্য ভারতীয় বিএসএফের সাথে পতাকা বৈঠক হয়েছে। এব্যাপারে আইনগত পক্রিয়া চলছে।