মোজাম্মেল আলম ভূঁইয়া- প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইউপি সদস্যসহ ২জন নিহত হয়েছে। এঘটনায় পুলিশসহ উভয়পক্ষের আহত হয়েছে ২০জন। সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড গুলি করেছে পুলিশ। আর আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পুলিশের সাব-ইন্সপেক্টর আলীম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্র্ষের ঘটনায় নিহত ব্যক্তিরা হলো- সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান ও হেলাল মিয়া। তারা জেলার শাল্লা উপজেলা সদর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের বাসিন্দা। আর এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২৭ জুন) দুপুর ১২টায়। এঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- বেলা ১১টায় জেলার শাল্লা উপজেলা সদর ইউনিয়নের সাতপাড়া বাজার সংলগ্ন স্থানে সরকারী খাস জায়গায় দোকান ঘর নির্মাণ করা নিয়ে কার্তিকপুর গ্রামের নিকশন মিয়া ও মজিবুর রহমানের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। তখন উপস্থিত স্থানীয় লোকজন দুজনকে নিয়ন্ত্রণে আনে। পরে দুইজন ঘটনাস্থল ত্যাগ করে নিজ নিজ বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র সস্ত্রসহ তাদের লোকজন নিয়ে আবার সাতপাড়া বাজারে আসে। এবং দুপুর ১২টায় দুই গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাথর নিক্ষেপ, পরে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। ওই সময় সংঘর্ষ থামাতে এসে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানের বুকে টেটা বিদ্ধ হলে, তিনি ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তারাও হামলার শিকার হয়। পরে ৯ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ। প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশের সাব-ইন্সপেক্টর আলীম উদ্দিনসহ উভয়পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিকশন মিয়া গ্রুপের হেলাল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিকাল ৩টায় পথের মধ্যেই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে সাব-ইন্সপেক্টর আলীম উদ্দিনকে প্রথমে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
এব্যাপারে ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার বলেন- সাতপাড়া বাজারে ঘর নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানসহ হেলাল মিয়া নামের দুজনের মৃত্যু খবর পেয়েছি। এঘটনায় পুলিশসহ আরো অনেকেই আহত হয়েছে। এবিষয়টি আসলেই খুব দুঃখজনক।
এঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান- ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।