মোজাম্মল আলম ভূঁইয়া- প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে গত এক সপ্তাহের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে দেখা দিয়ে চরম দূর্ভোগ। বন্যার আশঙ্কায় অনেকেই জেলার সুনামগঞ্জ সরকারী কলেজে সহ দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নেয়। পানি বন্ধি হয়ে পড়ে হাওর এলাকার লাখ লাখ মানুষ।
কিন্তু আজ বুধবার (৫ জুলাই) ও গতকাল মঙ্গলবার (৪ জুলাই) বৃষ্টিপাত না হওয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপ অনেক কমেছে। একারণে জেলার সুরমা, কুশিয়ারা, চলতি, যাদুকাটা, কালনী, রক্তি, পাটলাই সহ আরো একাধিক নদীর পানি কমতে শুরু করেছে। সেই সাথে কমেছে হাওরের পানি। একারণে বন্যার আতঙ্ক কমলেও হাওরবাসীর ভোগান্তি বেড়েগেছে।
আজ বুধবার (৫ জুলাই) দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে- জেলার তাহিরপুর-বাদাঘাট সড়কের পোছনা এলাকা হতে পাতারগাঁও হয়ে চকবাজার পর্যন্ত সড়ক পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়া এসড়কের সূর্যেরগাঁও এলাকার পানি কিছুটা কমার কারণে যান চলাচল শুরু হয়েছে। তবে তাহিরপুর হতে বাদাঘাট যানবাহন চলাচল গত ৭দিন যাবত বন্ধ রয়েছে। এছাড়াও এসড়কের জামালগড় যাওয়ার ব্রীজ সংলগ্ন রাস্তার প্রায় ৭০মিটার পানিতে ডুবে রয়েছে। অন্যদিকে সুনামগঞ্জ-বিশ^ম্ভরপুর সড়কের দূর্গাপুর ৫০মিটার ও শক্তিয়ারখলা ১০০মিটার পাকা সড়ক এখনও পানিতে ডুবে আছে। এজন্য এসব স্থানে ইঞ্চিন চালিতো নৌকা দিয়ে মানুষ ও মোটর সাইকেল পারাপার করছে। অনেকে আবার ঝুকি নিয়ে প্লাবিত সড়কের পানি দিয়েই হচ্ছে রাস্তা পারাপার। তবে এসকল সড়কে বন্ধ রয়েছে সকল প্রকার ভারী যানবাহন চলাচল। এছাড়া দোয়ারাবাজার উপজেলার একাধিক সড়ক পানিতে ডুবে থাকার কারণে যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে সুনামগঞ্জ পৌরশহরের বিভিন্ন স্থান থেকে পানি কমতে শুরু করেছে। কিন্তু খালগুলো দখল হওয়ার কারণে পানি সরতে দেড়ি হওয়ায় সৃষ্ঠি হচ্ছে দূগন্ধ।
এব্যাপারে তাহিরপুর উপজেলার লক্ষিপুর গ্রামের হারিছ মিয়া, চঞ্চল মিয়া, রাজীব দাসসহ অনেকেই বলেন- গত ২দিন বৃষ্টি হওয়ার কারণে একটু স্বস্তি ফিরে এসেছে। কিন্তু তাদের বাড়িতে পানি না উঠলেও চারদিকে । একারণে চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশ^ম্ভরপুর উপজেলার শক্তিয়ার খলা এলাকার বাসিন্দা আশরাফ উদ্দিন, কামাল হোসেন, দিন ইসলাম, হুমায়ুন কবির, ফজলু মিয়াসহ আরো অনেকেই বলেন- ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে রাস্তা ডুবে গেছে। তাই জেলা শহরের যেতে হলে নৌকা দিয়ে পারাপার হচ্ছে।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন- গত ৪৮ ঘন্টা ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হয়েছে। সুরমা নদীসহ জেলার সকল নদ-নদী ও হাওরের পানি বিপদসীমার নিচে নামতে শুরু করেছে। তাই বড় বন্যা হওয়ার কোন আশঙ্কা নাই। তবে সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হলে পানির পরিমান আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান- টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে জেলার কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। বর্তমানে পানি কমতে শুরু করেছে। তারপরও বন্যা মোকাবেলা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।