মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ: সুনামগঞ্জে গত ৫ দিনে নারী ও শিশুসহ ৯ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে ২জন অজ্ঞাত। লাশগুলো উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। কেউ হারিয়ে বাবা, কেউ হারিয়েছে মা। আবার কেউ হারিয়েছে সন্তান। স্বজন হারিয়ে অনেকের কান্না এখনও থামছেনা। তাই মৃতদের পরিবারে নেমেছে শোকে ছায়া।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় কাঠ মেস্তুরী জানে আলম জেন্টুর লাশ ময়না তদন্ত জন্য মর্গে পাঠায় পুলিশ। এর আগে বিকেলে জেলার তাহিরপুর উপজেলার বৌলাই নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবরীরা তার মৃত দেহ উদ্ধার করে। পর্যটক পরিবহণকারী ইঞ্জিনের নৌকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকা থেকে ছিটকে নদী ডুবে তার মর্মান্তিক মৃত হয়। সে উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের আব্দুল লুতিফের ছেলে। অপরদিকে এদিন দুপুরে ওই উপজেলার বালিজুরী ইউনিয়নের পিরোজপুর গ্রামে বসতঘরের ভিতর থেকে গলায় ওড়না পেছানো অবস্থায় মুরসালিন মিয়া (১৭) নামের কিশোরের লাশ পাওয়া যায়। কিন্তু সে কি আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ হত্যা করেছে তা জানা যায়নি। মৃত কিশোর ওই গ্রামের আকবর আলীর ছেলে। গত শুক্রবার (৭ জুলাই) দুপুরে দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে অবস্থিত জমির হোসেন স-মিল থেকে শ্রমিক আতিকুল ইসলাম (২৫) এর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ভোরে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় স-মিলের ভিতরে ওই শ্রমিকের মৃত দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ধারণা করা হচ্ছে স-মিলে লাকড়ি তৈরি করার সময় শ্রমিক আতিকুল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ৮টায় তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর বাজার সংলগ্ন মহালিয়া হাওর থেকে অনুমান ৬০-৬৫ বছরের বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করা হয়। কিন্তু তার পরিচয় পাওয়া যায়নি। ওই নারীর পড়নে ছিল প্রিন্টের শাড়ী ও সবুজ রঙ্গের ছায়া। তবে অজ্ঞাত নারীর মৃত্যুর কারণ জানা যায়নি। অন্যদিকে এদিন দুপুর ১২টায় জামালগঞ্জ উপজেলার চাঁনপুর গজারিয়া হাটির সামনের রাস্তা ২ অটো রিক্সার মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে শমলা রানী দাস (৬০) এর মর্মান্তিক মৃত্যু হয়। এঘটনায় অটোসহ চালককে গ্রেফতার করে পুলিশ। গত মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টায় ছাতক উপজেলার বাঁশখলা গ্রামে মামার বাসা থেকে কিশোরী মাহমুদা বেগম (১৫) এর লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই উপজেলার ব্রাক্ষণগাঁও গ্রামের মৃত আব্দুল জলিলের মেয়ে। বাবার মৃত্যুর পর মাকে নিয়ে মামার বাড়িতে বসবাস করতো কিশোরী মাহমুদা। কিন্তু তার রহস্যজনক মৃত্যুর কারণ জানা যায়নি। তবে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই কিশোরীকে সবাই দেখতে পায়। গত রবিবার (২ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের হাওরে বন্যার পানিতে নৌকা নিয়ে বেড়াতে গিয়ে ¯্রােতের কবলে পড়ে নৌকা ডুবে কিশোরী ফারজানা বেগম (১৩), তার বোন মারজানা বেগম (৮) ও ভাই রবিন মিয়া (৪) এর মর্মান্তিক মৃত্যু হয়। তারা ৩জন ওই গ্রামের দিনমজুর সোহেল মিয়া সন্তান। এক সাথে ৩ সন্তানকে হারিয়ে সোহেল মিয়া ও তার পরিবার দিশেহারা। তাদের কান্না এখনও থামছেনা।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জামালগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের, ছাতক থানার ওসি খাঁন মোহাম্মদ মাঈনুল জাকির ও জেলা অতিরিক্ত পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সাহিদুর রহমান পৃথক ঘটনায় ৯জনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।