মোজাম্মেল আলম ভূইয়া-সুনামগঞ্জ: সুনামগঞ্জে সন্ত্রাসীদের ধারালো ছুরির আঘাতে সিএনজি চালকসহ ৩জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২জনকে আশংকাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে গতকাল বুধবার (১২ জুলাই) রাত ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো- সিএনজি চালক জাবেদ আলী (৩৫) ও যাত্রী লোকমান হোসেন (২৮)। অন্য অজ্ঞাত এক যাত্রীকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এঘটনার প্রেক্ষিতে ওই দিন রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি ও অটোরিক্সা চালকরা। এখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্রাসে অবরোধ তুলে নেয় চালকরা।
এলাকাবাসী ও সিএনজি চালকরা জানায়- রাত ৮টায় যাত্রী লোকমান হোসেন সিএনজি দিয়ে জেলার ছাতক উপজেলা সদরে যাওয়ার সময় রাস্তার গর্তে থাকা কাদা পানি ছিটকে গিয়ে গায়ের ওপর পড়ার কারণে ওই উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের শাহজালাল আবাসিক (দিঘলী হাজীবাড়ি) এলাকার চাকলপাড়া গ্রামের কামাল মিয়ার ছেলে সুমন মিয়া, তার সহযোগী শুকুর আলী ও সুজন মিয়াসহ ৮-১০জন সন্ত্রাসী ক্ষেপে যায়। তখন যাত্রী লোকমান ও সিএনজি চালক সন্ত্রাসীদের কাছে ক্ষমা চায়। তারপরও ওই সন্ত্রাসীরা ক্ষমা না করে তাদের সাথে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চালাক জাবেদ আলীস ও ২ যাত্রীকে গুরুতর আহত করে। তখন প্রাণ বাঁচানোর জন্য আহত চালক ও যাত্রীরা রক্তাক্ত অবস্থায় দৌড়ে পালাতে গিয়ে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে অন্যান্য সিএনজি চালকসহ স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা সিএনজি চালিতো অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম বলেন- যে সকল সন্ত্রাসীরা অন্যায় ভাবে আমাদের চালক ও যাত্রীদেরকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে, তাদেরকে আগামী ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার না করলে, আমরা কঠোর আন্দোলনে নামবো। এক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবেনা।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি মোহাম্মদ মাঈনুল জাকির জানান- এব্যাপারে তদন্ত পূর্বক শীগ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।