শনিবার সকাল ১১টায় জাতীয় আদিবাসী পরিষদ, গনকপাড়া, রাজশাহী কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবিন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন জনাবা খ্রীষ্টিনা বিশ্বাস প্রসিডিয়াম সদস্য জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি। সভায় উপস্থিত ছিলেন জনাব গনেশ মাঝি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি। উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদর অন্যতম উপদেষ্টা জনাব দেবাশীষ প্রামানিক দেবু।এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মুকুল বিশ্বাস, সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ পবা উপজেলা শাখা,রাজশাহী।উপস্থিত ছিলেন জনাব ছোটন সরদার সাধারণ সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ পবা উপজেলা শাখা, রাজশাহী। সভায় সকল নেতৃবিন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও সকলেই মুক্ত আলোচনায় অংশ নেয়। সভায় সকল জেলার আহবায়ক ও দায়িত্বরত নেতাকর্মীদের আগামী ২০/০৮/২০২৩ ইং তারিখের মধ্যে সকল উপজেলা কমিটি গঠনের জন্য সিধ্যান্ত গ্রহন করা হয়।এবং আগামী ০৯/০৮/২০২৩ ইং আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে কেন্দ্রীয় কমিটি সহ সকল জেলা ও উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উৎযাপনের জন্য নানা ধরনের কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়। *****ছোটন সরদার রাজশাহী।