স্টাফ রিপোর্টার :চাঁদপুর জেলার মতলব উত্তরের মেঘনায় বালু উত্তোলনের আবেদনপত্র খারিজ করছে মহামান্য হাইকোর্টের আপিল বিভাগ। (২৮ এপ্রিল) সোমবার সকালে হাইকোর্ট ব্রাঞ্চ পিটিশন নং ৩১৭৯, আপিল নং ১০২৮ এর আবেদনের প্রেক্ষিতে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিনুল এহসান ফেরদাউসের করা আবেদনপত্রটি খারিজ করে পুনরায় যাতে আবেদন না করে এ ব্যাপারে মৌখিক সতর্ক করে দেন হাইকোর্টের আপিল বিভাগ।
আদেশে উল্লেখ থাকে যে, সংশ্লিষ্ট মৌজা মতলব উত্তর উপজেলার জহিরাবাদ, জয়পুর, নাওভাঙ্গা, উত্তর পোয়ারচর, এখলাছপুর, হোগলা হাশিমপুর, নীলের চর, মোহনপুর, বাহেরচর, বোরোচর, চরইলিয়ট, রাম গোপালপুর, কাউয়ারচর, বাহাদুরপুর, কালিগঞ্জ দিয়ারা, চরসুগন্ধি, ষাটনল, নাছিরারকান্দি, নাপিতমারা চর এ মৌজাগুলোতে আমিনুল আহসান ফেরদাউসের লাইসেন্সে কোন বালু উত্তোলন করা যাবেনা।
উল্লেখ্য গত ১১ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভ‚মি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল আমিন রুহুল (ডিও নং ২৬১, চাঁদ-০২-২৭) উপরোক্ত মৌজাগুলোতে বালু মহালের কোন প্রকার ইজারা না দেয়ার জন্য অনুরোধ করেন।