মানিক দাস, চাঁদপুর ॥ মহান মে দিবস উপলক্ষে চাঁদপুর জেলা শ্রমিক গণফোরামের আয়োজনে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে বুধবার বিকেলে চাঁদপুর জেলা গণ ফোরাম কার্যালয়ে শ্রমিক গণফোরামের শ্রমিক নেতা আব্দুল মতিনের সভাপতিত্বে ও জেলা শ্রমিক গণফোরামের সাধারণ সম্পাদক শহীদ বকাউলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গণফোরাম সভাপতি অ্যাড. সেলিম আকবর।
এই সময় তিনি বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের প্রায় বড় একটি অংশ কৃষি শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, পরিবহন শ্রমিক, ইমারত শ্রমিক সহ বিভিন্ন শ্রমিকরা আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা মাথার ঘাম পায়ে পেলে দিন রাত পরিশ্রম করেও তাদের ন্যায্য মজুরি পাচ্ছে। শ্রমিকরা দেশের উন্নয়নের কারিগর। বিশেষ করে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গার্মেন্টস শ্রমিক, প্রবাসী শ্রমিক ও কৃষি শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। অথচ প্রবাসী শ্রমিকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
তাদেরকে নূন্যতম মজুরিও দেওয়া হচ্ছে না। তাদের নূন্যতম মজুরি ১৬ হাজার টাকা হওয়া উচিত। আমাদের কৃষি শ্রমিকরা বিভিন্ন সময় খাদ্য উৎপাদনে অনবদ্য ভূমিকা রাখছে। অথচ কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। এই ক্ষেত্রে মে দিবসে আমাদের দাবি বাংলাদেশের শ্রমিকদের কল্যানে সরকারে করণীয় ভূমিকা পালন করার জন্য জোর দাবি জানাচ্ছি। এই সময় আরও বক্তব্য রাখেন জেলা গণফোরামের যুগ্ন সম্পাদক বাসুদেব মজুমদার,জেলা গণফোরামের যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, জেলা যুব গণফোরামের সাধারণ সম্পাদক হাজী আশ্রাফ বাবু, শহর গণফোরামের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আবুল হোসেন মিলন, সহ-সভাপতি মোক্তার হোসেন, মহিলা গণফোরাম সভাপতি অ্যাড. জেসমিন আক্তার, বাগাদী ইউনিয়ন গণফোরামের সভাপতি মিজান গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গর গাজী মিন্টু, শ্রমিক গণফোরামের সহ-সভাপতি ইসমাইল গাজী, গণফোরাম নেতা অ্যাড. মুজাহিদুল ইসলাম, যুব গণফোরাম নেতা আকতার হোসেন প্রমুখ।