মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ: সুনামগঞ্জে ছাগল নিয়ে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ১০জন। মৃত কিশোরের নাম- নাঈম আহমেদ (১৭)। সে জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসি গ্রামের বশির আলীর ছেলে।
আজ সোমবার (১ জানুয়ারী) সকাল ১০টায় মৃত কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। সেই সাথে অভিযান চালিয়ে ৬জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল রবিবার (৩১ ডিসেম্ভর) সন্ধ্যা ৭টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার রনসি গ্রামের আছকন্দর আলীর ছাগল পাশের বাড়ির অজুদ মিয়ার জমিতে চাষ করা মরিচ গাছ খেয়ে ক্ষতিগ্রস্থ্য করে। এনিয়ে দুই জনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতি হয়। আর এই বিষয়টি তাদের পরিবারের সদস্যরা জানতে পেরে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে কিশোর নাঈম আহমেদসহ ১০জন আহত হয়। তাদের মধ্যে কিশোর নাঈমের অবস্থা আশংকাজনক দেখে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আর অন্যান্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় কিশোর নাঈমের মর্মান্তিক মৃত্যু হয়। আর এই ঘটনা জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে গ্রেফতার করে। এঘটনার পর থেকে এলাকা থমথমে অবস্থা বিরাজ করেছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তদীর হোসেন বলেন- সংঘর্ষের ঘটনায় মৃত কিশোরের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। সেই সাথে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।