স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরে সক্রিয় হয়েছে আন্তঃজেলা গরু চোর চক্র।তাদের চুরির থাবা থেকে বলদ,বাছুর এমনকি দুদ্ধজাত গাভী পর্যন্ত বাদ যাচ্ছে না।গত ১১ মে শনিবার রাতেও সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভাটেরগাঁও গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে।একই দিন রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামে তাহের নামের এক গৃহস্থেরও ২টি গরু চুরি হয়।১৩ মে সোমবার দুপুরে শাহমাহমুদপুর ইউনিয়নে চুরির ঘটনাস্থলে সরজমিনে গিয়ে জানা যায়,মোর্শেদ পাটওয়ারী নামে ১ গৃহস্থালী দীর্ঘদিন যাবৎ নিজ বাসায় গরুর খামার পরিচালনা করছিলো।হঠাৎ শনিবার রাত ১২ টার পর তারা যখন ঘুমিয়ে যায়।তখন পিকঅ্যাপ ভ্যান নিয়ে হাজির হয় আন্তঃ জেলা চোর চক্রের সদস্যরা।
এরা ওই গৃহস্থালীর গরুর খামারের দরজায় ঝুলানো তালা ভেঙ্গে ফেলে।নিয়ে যায় ২ টি লাল ও ১ টি কালো রঙ্গের গাভী গরু।যার আনুমানিক মূল্য হবে প্রায় আড়াই লক্ষ টাকা।এ ব্যপারে ওই ক্ষতিগ্রস্থ গৃহস্থালী মোর্শেদ পাটওয়ারীর সাথে আলাপ হলে তিনি জানান,আমাদের ৪ টি গরুর মধ্যে ৩ টি গাভী গরু চোরেরা মধ্য রাতে নিয়ে গেছে।আমাদের ফরিদা আফরোজ নামের এক মহিলার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছে।তারা এই চোর চক্র লেলিয়ে দিয়েছে কি না জানিনা!তবে গরু চোরদের কামরাঙ্গা বাজার দিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাজার প্রহরী বাসু নামে এক ব্যাক্তি চোরদের দেখেছেন বলে জানতে পেরেছি।
এ গরু চুরির বিষয়ে থানায় আমরা লিখিত অভিযোগ করেছি।এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিনের সাথে আলাপ হলে তিনি জানান,গরু চোরদের থেকে গৃহস্থালিদের নিরাপত্তা দিতে আমরা ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছি।শাহমাহমুদপুরের গরু চুরির ঘটনাটি থানায় জানানোর পর পরই আমরা চোরদের ধরতে পদক্ষেপ নেওয়া আরম্ভ করি।আশা করি খুব দ্রুত এ বিষয়ে ভালো একটা খবর আমরা সবাইকে জানাতে পারবো।এদিকে পুলিশের পাশাপাশি গৃহস্থালীদেরও তাদের পোষ্য পশুদের নিরাপত্তার ব্যপারে সতর্ক হওয়া জরুরি।তাহলেই এই আন্তঃজেলা গরু চোরদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলে মনে করছেন সচেতন মহল।