শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
দেশে থাকা অবৈধ বিদেশিদের সময় বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে আগুনে পুড়েছে সাবেক কোন কোন মন্ত্রীর দপ্তর আন্তক্যাডার বৈষম্য নিরসনে চাঁদপু‌র সরকা‌রি ক‌লে‌জের শিক্ষ‌দের মানববন্ধন আন্তক্যাডার বৈষম্য নিরসনে চাঁদপু‌রে চি‌কিৎসক‌দের মানববন্ধন মুরাদনগরে নাশকতা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত চাঁদপুরে রাতভর ডাকাত আতঙ্ক, মসজিদে মসজিদে মাইকিং হাজীগঞ্জ-কচুয়া দুই উপজেলার মধ্যবর্তী সেতু হঠাৎ ভেঙ্গে পড়লো মতলব উত্তরে প্রাথমিকে ১৬৩ শিক্ষক পদ শূন্য : চরম ব্যাহত শিক্ষা কার্যক্রম বাতিঘর মানব কল্যাণ সংস্থার শীতবস্ত্র পেলো সহস্রাধিক পরিবার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা জিতুকে দেখতে গেলেন তানভীর হুদা

রংতু‌লি আ‌য়ো‌জিত চিত্রাংকন প্রতি‌যো‌গিতায় ছ‌বি আঁকা শিশু‌দের মা‌ঝে দেশ প্রেম জাগ্রত কর‌বে: ‌জেলা প্রশাসক মোঃ মোহ‌সিন উ‌দ্দিন

  • আপডেটের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে
চাঁদপুর প্রতিনিধি: রংতু‌লি সাংস্কৃ‌তিক ও সামা‌জিক সংগঠ‌নের ৩৬ বছর পথচলায় শিশু-‌কি‌শোর‌দের চিত্রাংকণ প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শ‌নিবার সকাল সা‌ড়ে ৯টায় চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের শহীদ মিনার বেদী‌তে  ‌বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের তিন শতা‌ধিক প্রতি‌যো‌গী প্রতি‌যো‌গিতায় অংশ নেয়।
প্রতি‌যো‌গিতার উ‌দ্বোধন ক‌রেন চাঁদপু‌রের জেলা প্রশাসক মোঃ মোহ‌সিন উ‌দ্দিন। এসময় তি‌নি ব‌লেন,  আমা‌দের প্রজ‌ন্মের মা‌ঝে দেশ প্রেম জা‌গি‌য়ে তুল‌তে হ‌বে। আজ‌কে যে শিশু শহীদ মিনার স্মৃতি সৌধ আঁ‌ক‌ছে বা বৈষম‌্য বি‌রোধী  ছাত্র আ‌ন্দোল‌নের গ্রা‌ফি‌তি আঁক‌ছে।  ছ‌বি আঁকার বিষয়‌টি শিশু‌দের মা‌ঝে দেশ প্রেম জাগ্রত কর‌বে। সকল কিছু রাষ্ট্র ক‌রে দি‌তে তা কিন্তু নয়। আমা‌দের প্রতি‌টি মানু‌ষের বি‌শেষ ক‌রে প্রতি‌টি সংগঠ‌নের সমা‌জের শিশু‌দের প্রতিভা বিকা‌শের সু‌যোগ ক‌রে দেবার কাজ ক‌রে যে‌তে হ‌বে।  আ‌মি রংতু‌লির প্রতি কৃতজ্ঞতা জানা‌চ্ছি এ জন‌্য যে ওনারা শিশু‌দের প্রতিভা বিকা‌শে এ সুন্দর ছ‌বি আঁকার প্রতি‌যো‌গিতার আ‌য়োজন ক‌রে‌ছেন। এখান থেকেই প্রত্যিথা শিল্পী তৈ‌রি হ‌বে ব‌লে আ‌মি বিশ্বাস ক‌রি।
জেলা প্রশাসক অ‌বিভাকক ও শিশু‌দের উদ্দে‌শ্যে আরেও ব‌লেন, আপ‌নি হয়‌তো জা‌নেন না বড় হ‌য়ে আপনার সন্তান কি হ‌বে । এটা ঈশ্বর তার ম‌ধ্যে প্রতিভাটা দি‌য়ে দি‌য়ে‌ছেন। তাই আপ‌নি আপনার সন্তান‌কে সেই জায়গাটা তৈ‌রি ক‌রে দি‌বেন। আ‌রেকটা বিষয় আমরা যারা বড় হ‌য়ে‌ছি চাকুরী ক‌রি তা‌তে অ‌নেক সম্রয এঘু‌য়ে‌মি এ‌সে যায় তার জন‌্য আমরা বি‌ভিন্ন সস‌য়ে বি‌ন্দে‌নের জন‌্য ঘুড়‌তে যাই। তেম‌নি শিশু‌দের জীব‌নেও এঘু‌য়ে‌মি আ‌সে পড়া‌লেখার চাপ, ছ‌বি আঁকা শিশু‌দের‌কে সেই চাপ থে‌কে মুক্ত থাকতে বি‌নোদনের খোড়াক ‌তৈ‌রি ক‌রে।
চাঁদপুর জেলা ও দায়রা জজ আদাল‌তের বিজ্ঞ পাবি‌লিক প্রসি‌কিউটর (‌পি‌পি) ও  রংতুলির সি‌নিয়র সহ সভাপ‌তি  এড‌ভো‌কেট কো‌হিনূর বেগ‌মের সভাপ‌তি‌ত্বে ও রংতু‌লির যুগ্ম সম্পাদক ইখ‌তিয়ার উ‌দ্দিন শিশুর প‌রিচালনায় বক্তব‌্য রা‌খেন চাঁদপুর সরকারি কলেজে’র নব নিযুক্ত অধ্যক্ষ এ. কে. এম আবদুল মান্নান, রংতু‌লি সাংস্কৃ‌তিক ও সামা‌জিক সংগঠ‌নের সাধারণ সম্পাদক মইনউ‌দ্দিন লিটন, সহ সভাপ‌তি নজরুল ইসলাম বাদল, দপ্তর ও অর্থ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, প্রতি‌যো‌গিতা উদযাপন প‌রিষ‌দের আহবায়ক অ‌ভি‌জিত রায়, সদস‌্য স‌চিব ম‌নির হো‌সেন মান্না।
আ‌রোও উপ‌স্থিত ছি‌লেন রংতু‌লির সভাপ‌তি মাহবুবুর আ‌নোয়ার বাবলু, রংতু‌লির সহ সভাপ‌তি  ও জেলা জাসা‌সের সভাপ‌তি কাজী মাইনুল হক জীবন, সাংগঠ‌নিক সম্পাদক মাকসদুল ইসলাম খান রতন, মৃনাল সরকার, ম‌হিলা বিষয়ক সম্পাদক শিপ্রা দাস, সদস‌্য মাহবুব আলম, সাংস্কৃ‌তিক সম্পাদক সান‌জিদা আলম সাঞ্জু, আবু বক্কর সি‌দ্দিক, ফ‌রিদ ‌লেখক ফোরা‌মের সাধারণ সম্পাদক রা‌বেয়া আক্তার, মতলব প্রতি‌নি‌ধি ফা‌তেমা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com