মান্নান খান :
মতলবের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ” কেএফটি কলেজিয়েট স্কুলের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুলের শিক্ষার মানোন্নয়নে অন্তরায় ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালা আজ ১৭ জানুয়ারি শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার শুরুতে প্রতিষ্ঠানের নব নিযুক্ত অধ্যক্ষ ও রেক্টর জাকির হোসেন কামাল স্যার উদ্বোধনী কথা ও সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন,শিক্ষার্থীদের যে কোনো বিষয়ে সকল অভিভাকদের জন্য আমার (অধ্যক্ষের) দরজা খোলা। আপনারা আসবেন, আমার সাথে প্রতিষ্ঠানের উন্নয়নে কথা বলবেন। আমি, শিক্ষকমণ্ডলী ও আপনাদের নিয়ে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার মানোন্নয়নে কাজ করবো।
পরে সকাল সাড়ে নয়টায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে তিনটি গ্রুপে প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত আলোচনা ও লিপিবদ্ধ করা হয়। তারপর সাড়ে দশটায় প্রশাসনিক ভবনের তিন তলার কনফারেন্স কক্ষে নাস্তার আয়োজনে সকলে অংশ নেয়।
সকাল ১১ টায় সমস্যা সমাধানের জন্য প্রতি গ্রুপকে বিভাজন ( শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী) করে সমাধানের সুপারিশ লিপিবদ্ধ করা হয়। পরে বেলা ১২ টায় কনফারেন্স কক্ষে শিক্ষার্থীদের প্রস্তাবনা উপস্থাপন করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম কবির তাজ্জি, শিক্ষকদের প্রস্তাবনা উপস্থাপন করেন বাংলা বিভাগের প্রভাষক মোঃ নিয়ামুল হক ও অভিভাবকদের প্রস্তাবনাসমূহ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের প্রভাষক বদরুন নাহার লরিন।
প্রতিষ্ঠানের রেক্টর ও অধ্যক্ষ জাকির হোসেন কামাল সমস্যা সমাধানের বিষয়ে সকলকে আশ্বস্ত করেন ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহবান জানান। এ সময় আব্দুল কাদের মোল্লা ও ফাতেমা বেগম ( কেএফটি) ট্রাস্টের কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য মোঃ বাবুল মোল্লা উপস্থিত ছিলেন।
কর্মশালার সহযোগিতায় ছিলেন সনক আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা সাইদুল আরেফিন শ্যামল, রসায়ন বিভাগের প্রভাষক মোঃ বদিউল আলম বাবু বাংলা বিভাগের প্রভাষক মোঃ রিয়াজ হাসান।