বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
মেঘনার নৌ-ডাকাত কানা জহিরসহ ১৪ জনের নামে মামলা ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মতলব উত্তরের পাচঁআনি উবি’র বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত ষোলঘর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায় চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায হাইমচরে অটোচাপায় শিশুর মৃত্যু শহ‌রে সিএন‌জি প্রবে‌শের উপর নি‌ষেধাজ্ঞা তু‌লে নি‌তে জেলা প্রশাস‌কের কা‌ছে সিএন‌জি চা‌লিত অ‌টো রিক্সা শ্রমিক ইউ‌নিয়‌নের স্মারকলি‌পি প্রদান চাঁদপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরনী‌তে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরের মতলব উত্তরে নদীতে ভেসে উঠছে মরা মাছ

সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

  • আপডেটের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে

আলমাস হোসেন : ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকার সাভারে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সেখানে কয়েকজন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়।

এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে ‘ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫’–এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। এ সময় তিনি বলেন, ‘৫ আগস্টের বিপ্লব আমাদের একটা বিরাট সুযোগ এনে দিয়েছে। নানাবিধ সুযোগের মধ্যে এই সুযোগটা হচ্ছে ভোটের অধিকার আদায়ের সুযোগ। যেদিন মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে নির্বিঘ্নে, স্বাধীনভাবে, ফেয়ারলি, উইদাউট অ্যানি ইন্টিমিডেশন, ভয়ভীতিহীনভাবে, সেদিন আমি মনে করি ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেমেছি এবং সবাইকে সঙ্গে নিয়েই আমাদের এই কাজ করতে হবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয়। জাতীয় নির্বাচনের দায়িত্ব শুধু ইলেকশন কমিশনের দায়িত্ব একার নয়, জাতীয় নির্বাচন যখন হয়, এটা জাতীয় দায়িত্ব।’

অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ‘সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দিব’ প্রতিপাদ্য নিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) কে এম আলী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমদ, আব্দুর রহমানেল মাছউদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে জনগণই প্রকৃত ক্ষমতার মালিক বা অধিকারী। তারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে থাকে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনের পূর্বশর্ত হলো, একটি নির্ভুল–নির্ভেজাল ভোটার তালিকা। জুলাই-আগস্টের পর বাংলাদেশ যেন নবজীবন লাভ করেছে। মানুষের মনে এখন ভোটের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com