তিনি আরও বলেন, আমাদের সারাবছর ক্রীড়া চর্চার মধ্যে থাকতে হবে তাহলে আমাদের শরীর ও মন সতেজ থাববে। শুধু বার্ষিক ক্রীড়া আসলেই কয়েকদিন আমরা খেলাধূলা করবো তা কিন্তু নয়। তোমরা সুস্থ ও সুন্দর হয়ে গড়ে উঠলে ভবিষ্যতেন সুন্দর সমাজ ও দেশ গঠনে সুনাগরিক পাবে জাতি। আমি দেখেছি শহরের অনেক স্কুলের খেলার মাঠের সমস্য রয়েছে। এ স্কুলের মাঠটি বিভিন্ন সময়ে খেলার উপযোগী থাকে না, বিষয়টি আমার মাথায় রয়েছে অচিরেই মাঠটিতে বাউন্ডারি দেয়ালের কাজ করা হবে।
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাাপ্ত প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক সর্দারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল্লা, সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ আব্দুল সালাম, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান, কুমিল্লা অঞ্চলের বিদ্যালয় পরিদর্শক মোঃ মুকবুল হোসেন, মতলব জে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম পাটওয়ারী, হাইমচর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষগণ উপস্থিত ছিলেন।
ধারাবর্ননায় ছিলেন সিনিয়র শিক্ষক আবদুল্লাহ আল মামুন, আব্দুল আজিজ শিশির, মোঃ আতিক উল্যা, মোঃ মহসিন মিয়া ও মোঃ শরিফুল হক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণির ছাত্র তাসরিফ মুনতাসির ও গীতা পাঠ করেন শিক্ষার্থী অভিজিত পাল।পরে বিজয়ীদের মাঝে অতিথিদ্বয় পুরস্কার বিতরন করেন