নিজস্ব প্রতিবেদ ।। চাঁদপুর জেলা ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় তিনি বলেন, আপনারা সামনে যখন কমিটি করবেন তখন দেখবেন স্বৈরাচারের অনেক লোক কমিটিতে আসতে চাইবে।
আপনারা সজাগ থাকবেন স্বৈরাচারের কোন দোসর যাতে কমিটিতে আসতে না পারে। স্বৈরাচার এবং ফ্যাসিবাদ দুইটাকে আমি আলাদাভাবে দেখতে চাই। শেখ হাসিনা সারা বিশ্বে স্বৈরাচারে এক নাম্বারে ছিলো।
তিনি আরও বলেন, আপনারা মানুষের কাছে যাবেন এবং জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কথা বলবেন । যদি সম্ভব হয় ওলামা দলের উদ্যোগে একটি জনসভা করবেন। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দিব। আমি তো মনে করি জনসভা করলে ৮ থেকে ১০ হাজার লোকের জনসমাগম করা কোন ব্যাপার হবে না। এখানে ওলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো আপনারা আমাদের নেতা তারেক রহমানের সাথে কথা বলবেন আমিও কথা বলবো। তারেক রহমান যদি জনসভায় বক্তব্য রাখে তাহলে নেতাকর্মীদের মনে সাহস যোগাবে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব কাজী মাওঃ মোঃ সেলিম রেজা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব এ্যাড. কাজী মাওঃ মোঃ আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম,ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মোঃ ইউসুফ আলী তালুকদার, চাঁদপুর জেলা ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোঃ সলিম উল্যাহ,ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মাওঃ শরীফ মোঃ ছফি উল্লাহ।
চাঁদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওঃ জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ জাকির হোসেন মৃধার পরিচালনায় এসময় ওলামা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।