৫ মার্চ রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক তাজুল ইসলামের নেতৃত্বে গঠিত রেইডিং টিম সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব বাপ্পী দত্ত রনি কর্তৃক গঠিত টাস্কফোর্স হাজিগঞ্জস্থ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ফারহান সহ তার ২০ সেনাসদস্য ও চাঁদপুর পুলিশ লাইন্সেন পুলিশ টিম কচুয়া থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে পরশ চন্দ্র দে নামীয় ১ জনকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসামীকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে আইনের সংশ্লিষ্ট ধারায় ২০(বিশ) দিন কারাদণ্ড প্রদান করেন।
একই টাস্কফোর্স টিম আরেক সফল অভিযানে কচুয়ার মাদক ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া (২৮)কে ১২৩(একশত তেইশ) পিস ইয়াবাসহ আটক করে। অতঃপর কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে ১টি নিয়মিত মামলা দায়ের করে।
একই তারিখে রাতে ডিএনসি অন্য একটি চৌকস টিম পরিদর্শক মোঃ আহসান হাবিবের নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আবু নাইমের নেতৃত্বে সেনা সদস্যের টিম যৌথভাবে চাঁদপুর সদর৷ উপজেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী শ্রীরামপুরের মোঃ শাহাদাত গাজী প্রকাশ জুয়েল(২৯), মোঃ শাহজাহান গাজী(৫৫) ও পারভেজ গাজী (২২)কে ১(এক) কেজি গাঁজা ও ২০(বিশ) পিস ইয়াবাসহ পিতা-পুত্রকে হাতেনাতে আটক করে।
অতঃপর চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)ও ১৯ (ক) ধারায় পরিদর্শক মোঃ আহসান হাবিব বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেছে ।