রাজশাহীর পুঠিয়ায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও স্বৈরচারবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় পুঠিয়া পি এন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন পুঠিয়া উপজেলা ও পৌর জিয়া পরিষদ শাখা।

অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি নাজমুল ইসলাম মুক্তার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকুনুজ্জামান আলম। বিশেষ অতিথি ছিলেন পুঠিয়া-দূর্গাপুরের সাবেক এমপি আব্দুস সাত্তার মন্ডল।
এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন খান।
এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল খন্দকার লাল্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক আসাদুল ইসলাম আশা, ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান, সাধনপুর পঙ্গু শিশু নিকেতন ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মুছাব আলী মূসা, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রইচ আহমেদ, পৌর যুবদলের আহবায়ক নেফাউর ইসলাম সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ূন কবির, যুগ্ম আহবায়ক সজীব আহম্মেদ, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুল ইসলাম, আলিফ হোসেন দ্বীপ, জুয়েল রানা, হাফিজুল ইসলাম, ইউপি সদস্য লুৎফর রহমান, আব্দুর গাফফার, রুবেল ইসলাম, আশরাফুল ইসলাম, জনি ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ত্রিমোহনী বাজার জামে মসজিদের ইমাম আনোয়ারুল ইসলাম।