চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সভাপতি জনাব মাও সুলতান আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ বোরহান উদ্দীন সিদ্দিকী ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি মাও তোফায়েল আহমদ। প্রধান অতিথি বলেন, “বদরের যুদ্ধ ছিল হক ও বাতিলের পার্থক্য নির্ধারণকারী ঐতিহাসিক মুহূর্ত। ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সাহাবায়ে কেরামের যে ত্যাগ ও আত্মোৎসর্গ, তা আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মাও হাবিবুর রহমান, যিনি বলেন, “বর্তমান সময়ে বদরের চেতনা ধারণ করে আমাদের সমাজ থেকে অন্যায়, জুলুম ও বৈষম্য দূর করতে হবে।”
এছাড়া আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মুফতী মাহবুবুর রহমান,জেলা সহ সভাপতি ক্বারী মাও ইয়াসিন, জেলা সেক্রেটারি মাও আবুল কালাম আযাদ, জেলা সহ সাধারণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, মাও কবির আহমদ, মনির হোসেন শিপন, আবু শাফেয়াত।
শহর সেক্রেটারি মাও রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন আবু বকর খান, হাফেজ আব্দুল হামেদ, আবু বকর রাশেদ, মাও মিজানুর রহমান, আব্দুল্লাহ, তানজিল প্রমুখ। আলোচকরা ইসলামী সমাজ গঠনে বদরের শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।