জানাযায়, চট্টগ্রাম থেকে আসা সাগরিকা এক্সপ্রেস মেহের স্টেশন থেকে ছেড়ে আসলে দোয়াভাঙ্গা রেলগেইট অতিক্রম কালে বাবুল( ৩০) নামের মানুষিক বিকারগ্রস্থ যুবক ট্রেনের নিচে কাটা পড়ে।
সে উপজেলার মেহের ডিগ্রি কলেজ সংলগ্ন উপলতা বেপারী বাড়ির নুরুল ইসলামের ছেলে ও আওয়ামীলীগ নেতা মান্নান বেপারীর ছোট ভাই।
স্থানীয়রা জানান, বাবুল মানুষিক বিকারগ্রস্থ হলেও বাবুল অত্যন্ত ভদ্র ছিল, সে কাউকে বিরক্ত করতো না।