মোঃ রেদওয়ানুল হক মিলন
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
ধৃত মোটরসাইকেল চোরে দ্বয়ের নাম মো. শাহীন(৩০), সে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্বগোয়ালপাড়া গ্রামের মো:নুরুল ইসলাম @নুরু ড্রাইভারের পুত্র।
মো: আসাদ হোসেন @জেসি (২৬) সদর উপজেলার কলেজপাড়া গ্রামের মৃত নুরুল মোমিনের পুত্র।
২১ জুন শুক্রবার দুপুর ২টায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়, মামলা নং ৩৬।
এ বিষয়ে ঠাকুরগাঁও থানার এস.আই মুকুল সেন বলেন, গত বৃহস্পতি বার রাতে ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাকবাংলো এর সামনে দ্রুতগতিতে মোটর সাইকেল চালিয়ে আসা ওই দুই মোটরসাইকেল চোরকে আটক করি।
এই সময় তাদের কাছ হতে চোরাইকৃত একটি হিরো হোন্ডা পেসোন প্রো মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃত ওই মোটরসাইকেল চোরদ্বয় আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত চিত্ত রন্জন।