মানিক দাস ॥ চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আমানুল্যাপুর গ্রামের মৃধা বাড়ি জামে মসজিদের পরিচালনা কমিটির দ্বন্দ্বে একজন আহত হয়েছে। গুরুতর আহতকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংঘর্ষের ঘটনাটি ঘটে গতকাল বাদ জুমার নামাজের পর। আহত আমানুল্যাপুর গ্রামের খান বাড়ির মৃত ইব্রাহিম খানের ছেলে মোঃ আব্দুল কাদির খান (৫৫) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পেইং বেডে চিকিৎসাধীন রয়েছেন।
আহত কাদির খান জানায়, ৫/৬ বছর পূর্বে মৃধা বাড়ি জামে মসজিদ নির্মাণ করা হয়। ছাদ ঢালাই পর্যন্ত মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ব্যায়ের হিসাব দিতে বললে এ পর্যন্ত তারা হিসাব নিকাশ দিতে গড়িমশি করে। গত ১ মাস পূর্বে মুসল্লিরা হিসাব চাইলে সভাপতি ও সাধারণ সম্পাদক দেই দিচ্ছি বলে ঘুরাচ্ছিল। সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরী বার বার তারিখ দিয়েও হিসাব দিতে গড়িমশি করে।
গতকাল মসজিদ কমিটির বসার কোন তারিখ ছিলো না। পরবর্তী তারিখ নেয়ার জন্য বসলে সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরী হিসাবের খাতা পাশ্ববর্তী দোকানে থাকার কথা থাকলেও ওই খাতা তিনি কোষাধ্যক্ষ আহত আব্দুল কাদির খানকে না জানিয়ে নিয়ে আসে। কেন খাতা আনা হল তা জানতে চাইলে উভয়ের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে ইলিয়াস চৌধুরী ও তার ছেলে রিজভী চৌধুরী অতর্কিতভাবে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাদির খানের উপর হামলা চালায়। কাদির খান আহত হলে উপস্থিত মুসল্লিরা তাকে মুমুর্ষ অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। একটি সূত্র থেকে জানা যায়, ইলিয়াস চৌধুরী গংরা এলাকায় এভাবেই মানুষের সাথে প্রতারণা ও দ্বন্দের সৃষ্টি করছে।