মানিক দাস ॥ আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চাঁদপুরের হাঁট বাজারে বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। গত কয়েকদিনে টমেটো, গাজর, বেগুন, শসা সহ বিভিন্ন সবজির অতিরিক্ত দাম বেড়েছে। কাচা মরিচের বাজারে লেগেছে আগুন। প্রতি কেজি কাচা মরিচ বিক্রি হচ্ছে ২শ থেকে আড়াইশ টাকায়। এর সাথে যুক্ত হচ্ছে এলাচ ও দারুচিনির দাম।
চাঁদপুরের নতুন বাজার, পালবাজার, ওয়ারলেছ বাজার ও বিপণীবাগ বাজার ঘুরে দেখা যায়, পাকা টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১শ ৩০ থেকে ১শ ৪০ টাকায়, গাজর ৭০ থেকে ৮০ টাকায়, বেগুন, শসা, ঝিঙ্গা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। বেগুন, শসা, টমেটো ও গাজরের মতো করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। ঝিঙ্গা, ঢেড়স, চিচিঙ্গা, দুন্দল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। কাকরোল বিক্রি হচ্ছে ৫০ টাকা, পটোল ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, বরবটি ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা, লাউ প্রতি পিচ ৪০ থেকে ৫০ টাকা দরে। ব্যবসায়ীদের সাথে আলাপ করলে তারা জানান, বন্যা ও বৃষ্টির কারণে সব ধরনের সবজি ক্ষেত নষ্ট হয়েছে। সব থেকে ক্ষতি হয়েছে কাঁচা মরিচ।
যার জন্য আমরা কাওরান বাজার ও কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে যেসব তরিতরকারি পাইকারি কিনে আনছি তা অধিক দামে কিনতে হচ্ছে। যার ফলে খুচরা বাজারে আমরাও বেশি দামে বিক্রি হচ্ছে। মসলার মধ্যে এলাচ ১শ গ্রাম বিক্রি হচ্ছে ৩শ টাকায়, দারুচিনি ৪৫ টাকায়,প্রতি কেজি লবঙ্গ ১৫শ থেকে ১৭শ টাকায়, জিরা ৪শ থেকে ৪শ ৫০ টাকা, গোলমরিচ ৬শ টাকা, তেজপাতা ১শ ৫০ টাকা, ধনে ১শ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া চালের দাম অপরিবর্তিত রয়েছে। খোলা আটা ২৬ টাকা, প্যাকেট আটা ৩২ টাকা, প্রতি প্যাকেট লবণ ৩০ থেকে ৩৫ টাকা, পোলাওর চাল ৯০ থেকে ১শ ১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, খোলা ময়দা ২৮ টাকা, প্যাকেট ময়দা ৩৫ টাকা, খেসারী ডাল ৭০ টাকা, মশুর ডাল ১শ থেকে ১শ ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।