সজীব খান ঃ
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ভাষাবীর এম এ ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্দশ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে, এ ঘটনায় বিদ্যালয়ের থাকা নগদ টাকাসহ বিভিন্ন ধরনের মালামাল এলোমেলো করে নষ্ট করেছে। ঘটনাটি চাঁদপুর মডেল থানাকে অবগত করলে মডেল থানার অফিসার ইন্সাস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দএ ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম কামাল জানান, প্রতিদিনের ন্যায় স্কুল বন্ধ করে সবাই চলে যায়। পরের দিন বিদ্যালয়ে গিয়ে চুরির আলামত দেখতে পান তারা। বিদ্যালয়ের পিছনের জানালা ভেঙ্গে চোরের দল বিদ্যালয়ে প্রবেশ করে চুরি করে। বিদ্যালয়ে বিভিন্ন পান্ডের সাড়ে ৩ হাজার টাকা চোরের দল চুরি করেছে বলে তিনি জানান। রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী জানান
, শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হওয়া সত্যি দুঃখ্য জনক, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা মানুষ নয়। তারা অমানুষ।এদেরকে সনাক্ত করান জরুরী প্রয়োজন। ঘটনাটি সুষ্ঠ তদন্ত করে চোরের দলকে সনাক্ত করার জন্য এলাকাবাসী চাঁদপুর মডেল থানা পুলিশের হস্তক্ষপ কামনা করেছেন। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।