এমকে মানিক পাঠান: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় ফরিদগঞ্জ পৌর মেয়র মাহফুজুল হক’র উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) জুমার নামাজের পর ফরিদগঞ্জ তুলাতলী জামে মসজিদে দুরূদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মুফতী আনোয়ার হোসাইন (আমিনী) ।
এসময়, ফরিদগঞ্জ বাজারের ব্যাবসয়ীগন ও ধর্মপ্রাণ মুসল্লিগন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজ অসুস্থ হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।