আরিফুল রুবেল,স্টাফ রিপোর্টার: ‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্ঠি সম্মত খাবার’ শ্লোগানে রাজশাহীর পুঠিয়ায় ৩ দিনের ফলদ বৃক্ষমেলা ২০১৯ এর উদ্বোধন করা হয়। মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন রাজশাহী- ৫ পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য ডাঃ মোঃ মনসুর রহমান।
৩ দিনের ফলদ বৃক্ষমেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম.হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইচ চেয়ারম্যান মৌসুমি রহমান, আওয়ামীলীগের নেতা আহসাউল হক মাসুদ, হাবিবুর রহমান হাবিব,্ইউপি চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু, উপজেলা কৃষি অফিসার এ. কে. এম মনজুরে মাওলা, পুঠিয়া থানা ইনচার্য (ওসি) মো. সাকিল আহম্মেদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামান।