আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি ঃ
নওগাঁ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত, নওগাঁ-০১ মামলা নং ৫১৭/২০১৯ এর মামলা দ্বয়ের সুত্রে ও আদালতে দাখিলকৃত নিকাহনামা দেখে জানা যায়, ১৭ এপ্রিল ২০১৯ তারিখ রোজ বুধবার দুইজন সাক্ষীর উপস্থিতিতে নওগাঁ সদর উপজেলার পৌরসভাধীন চকরামচন্দ্র গ্রামের মোঃ গোলাম মোস্তফার কন্যা মোছাঃ রহিমা বানু (২৭) এর ৩,১০,০০০ টাকা দেনমোহর ধায্য করিয়া নওগাঁ সদর উপজেলার পৌরসভাধীন হাট শিবপুর গ্রামের মোঃ আফছার আলীর পুত্র মোঃ ইউনুছ আলী (৩৫) এর সঙ্গে ইসলামী শরিয়তে বিবাহ সম্পর্ন করেন, কাজী নওগাঁ জেলার মান্দা উপজেলার, ৬নং মৈনম ইউনিয়নের নিকাহ্ রেজিষ্টার কাজী মোঃ মোসাদেক হোসেন।
মামলার আরজি সুত্রে জানা যায়, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা গ্রহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করায়, ১২ সেপ্টম্বর ২০১৯ তারিখ রোজ বৃহস্পতিবার, ২০০৩ সালের নারী ও শিশু দমন আইনের ধারায় তিন জন আশামী করে পিটিশন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
নিকাহ্নামার উল্লেখিত বর, মোঃ ইউনুস আলীর কাছে জানা যায়, ইতোপূর্বে গত ১৪ ডিসেম্বর ২০০৬ তারিখ রোজ বৃহস্পতিবার, ইসলামের শরাশরিয়তের বিধান মোতাবেক নিকাহ্ রেজিষ্টার কাজীর কাবিন নামা মুলে রহিমা বানুর সঙ্গে আমার বিয়ে হয়। দীর্ঘদিন ঘর সংসার করার পর রহিমা বানুর সহিত ইউনুস আলীর সম্পর্কের অবনতি হওয়ার কারনে গত ২৯ মার্চ ২০১৯ তারিখ রোজ শুক্রবার, খোলা তালাকের মাধ্যমে আমাদের বিবাহ বিচ্ছেদ হয়। কিছুদিন পড় আমি নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ মৈনম গ্রামের মোঃ হাবিবুর রহমানের কন্যা মোছাঃ রুমি পারভীনকে ইসলামের শরাশরিয়তের বিধান মোতাবেক বিবাহ সম্পর্ন্ন করি ও ঘর সংসার করে আসিতেছি। হঠাত করে মানুষ মুখে শুনতে পায় যে, আমার পূর্বের তালাক প্রাপ্ত স্ত্রী রহিমা বানু, আমিসহ আমার পরিবারের তিন জন সদস্যকে আসামি করে মামলা দায়ের করেছেন। আমি মামলার আরজি উঠানোর পরে আরোও জানতে পারি নিকাহনামা পত্র দেখে। ইসলামের শরাশরিয়তের বিধান মোতাবেক ১৭ এপ্রিল ২০১৯ তারিখ ৩ লক্ষ ১০ হাজার দেনমোহর ধার্য্য নিকাহ্নামা পত্র, নিকাহ্ রেজিষ্টার কাজী নওগাঁ জেলার মান্দা উপজেলার, ৬নং মৈনম ইউনিয়নের, নিকাহ্ রেজিষ্টার কাজী মোঃ মোসাদেক হোসেন।
নওগাঁ জেলার মান্দা উপজেলার, ৬নং মৈনম ইউনিয়নের নিকাহ্ রেজিষ্টার কাজী মোঃ মোসাদেক হোসেন বলেন, আদালতে দাখিলকৃত নিকাহ্নামা যাহার ভলিউম নং (এ) পাতা নং (৩৯) সম্পূর্ণটায় ভুয়া ও জাল উক্তরোক্ত ব্যাক্তিদ্বয়ের বিবাহ রেজিষ্ট্রেরি অদ্যবধি পর্যন্ত আমার অফিসে হয়নাই। উক্ত মেয়ে পক্ষ আমার স্বাক্ষর ও সিল নকল করিয়া নিকাহ্নামা আদালতে দাখিল করিয়াছে। প্রতারক রহিমা বানুর বিরুদ্ধে আমি আদালতে প্রতারনা মামলার প্রস্তুতিসহ সংবাদ পত্রের ম্যাধমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করিতেছি,
নিকাহ্নামার ১নং স্বাক্ষীর নিকট জানতে চাইলে, নওগাঁ সদর উপজেলার হাট শিবপুর গ্রামের মৃতঃ বানা মন্ডলের পুত্র মোঃ গোলাম রাব্বানী জানায়, রহিমা বানু শুধু কাজীর স্বাক্ষরই নয় এই প্রতারক মহিলা আমার স্বাক্ষর ও জাল করেছে। আমি এ ব্যাপারে কিছুই জানিনা, আমি আদালতের নিকট প্রতারক রহিমা বানুর কঠোর শাস্তি দাবি করছি।
রহিমা বানুর মুঠোফোনে নিকাহনামার ব্যাপারে জানতে চাইলে তিনি কথা বলতে রাজী হয়নাই।