দেলোয়ার হোসেন রশিদী : চট্টগ্রামের লোহাগাড়ায় ১ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১০হাজার পিচ ইয়াবার একটি চালান এবং মাদক কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটককৃত মাদক বিক্রেতা কোম্পানীগঞ্জ রামপুর হাজ্বী ফিরোজ আলমের পুত্র মোহাম্মদ সোহেল (৪২)। থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই নুরুন্নবীর নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া সদরের থানার বাউন্ডারী গেইটের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি মাইক্রোবাস থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে এবং এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন, আটককৃত`র বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ৩১ অক্টোবর সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।