মো. ইসমাইল হোসেন
চাঁদপুর হাইমচরের সংসদসদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, তার স্বামী ব্যারিষ্টার তৌফিক নেওয়াজ, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান এবং যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জাফর ইকবাল মুন্নার রোগ মুক্তি কামনায় হাইমচর উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আতিুকর রহমান পাটওয়ারীর উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ জুমা বিভিন্ন মসজিদের ন্যায় গাজির বাজার কেন্দ্রীয় জামে মসজিদেও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সাবেক আহ¦ায়ক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতিকুর রহমান পাটওয়ারী, জেলা যুবলীগ সদস্য ফারুক পাটওয়ারী, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর শিকদার, উপজেলা যুবলীগ সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান খাঁন, ছাত্রলীগ নেতা রাজু পাটওয়ারীসহ স্থানীয় মুসল্লীগন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আমান উল্লাহ।