সজীব খান ঃ
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন নিজেকে ঘোষণা করেছেন সদর থানা বিএনপি। ২১ শে ডিসেম্বর সদর উপজেলা বিএনপির আলোচনা সভায় ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কামাল মিজিকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সদ্যপ্রয়াত মোহাম্মদ লিয়াকত গাজীর মৃত্যুর পর কামাল মিজি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। কামাল মিজি দীর্ঘদিন যাবৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে বিএনপি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে মাঠে ছিলেন। দলের আদর্শ কে ভালোবেসে রাজনৈতিকভাবে বিভিন্ন মামলায় পড়েন। তার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিক ভাবে পালন করতে পারে এজন্য তিনি ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের সার্বিকভাবে সহযোগিতা কামনা করেছেন