কাওসার আলী, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল বিসিক’র উদ্যোগে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স চলছে। মঙ্গলবার(২২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের তারটিয়াস্থ বিসিক প্রশিক্ষন কেন্দ্রে ওই শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল নসিব’র সভাপতি ও প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল বিসিক’র সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল বিসিক’র প্রমোশন কর্মকর্তা মো. আছাদুজ্জামান আল ফারুক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, সম্প্রসারণ কর্মকর্তা মো. তহিদুল হক, মো. জামিল
হুসাইন, জরীপ ও তথ্য কর্মকর্তা আছমা আক্তার, মাস্টার টেকনিশিয়ান মো. আব্দুল্লাহ আল কাফি, সহকারী হিসাব রক্ষন কর্মকর্তা এসএম নজরুল ইসলাম সহ টাঙ্গাইল বিসিক’র কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, টাঙ্গাইল বিসিক’র সম্প্রসারণ কর্মকর্তা মো. জামিল হুসাইন।
বক্তরা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ উদ্যোক্তার বিকল্প নেই। নতুন উদ্যোক্তাদের শিল্পের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বিসিক। দক্ষ উদ্যোক্তা তৈরির জন্য নিরলস কাজ করবে বিসিক।