মানিক দাস // সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কৃতি সন্তান আ ন ম এহসানুল হক মিলন রাজনৈতিক প্রতিহিংসার দু ‘ টি মামলায় চাঁদপুর আদালতে হাজিরা দিয়েছেন। ৫ জানুয়ারী মঙ্গলবার দুপুরে তিনি আদালতে হাজিরা দেন। ২০১০ সালে কচুয়া উপজেলার কামাল গাজী বাদী হয়ে চাদাবাজির অভিযোগ এনে আ ন ম এহসানুল হক মিলনকে প্রধান আসামী করে ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
যা বর্তমানে এস সি মামলা নং ৭৫। এ মামলায় তিনি অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ গোলাম সরওয়ারের আদালতে হাজিরা দেন। ২০০৪ সালে কচুয়া উপজেলার শহিদুল্যা বাদী হয়ে হামলার অভিযোগ এনে আ ন ম এহসানুল হক মিলন কে প্রধান আসামী করে ৩০/৩৫ জনকে আসামী করে মামলা করেন। যা বর্তমানে জি আর মামলা ৭ চলমান। ওই মামলায় তিনি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড আদালত -১ এর বিচারক কার্তিক চন্দ্র ঘোষের আদালতে হাজিরা দিয়েছেন। তার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ মাইনুল ইসলাম সহ অন্যান্যরা।