মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জে শ্যালককে হত্যা করার অপরাধে দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুলাভাইয়ের নাম- রনু বিশ^াস (৪৫)। সে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নমশুদ্র গ্রামের মৃত রমন বিশ^াসের ছেলে। আর নিহত শ্যালকের নাম- দিপু বিশ^াস (৩৫)। সে একই ইউনিয়নের জয়কলস গ্রামের মৃত লাল মোহন বিশ^াসের ছেলে। আজ শুক্রবার (২৬শে ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঘাতক দুলাভাই রনু বিশ^াসকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। চঞ্চলকর এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (২৫শে ফেব্রুয়ারি) রাত অনুমান সাড়ে ৯টায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নমশুদ্র গ্রামের ঘাতক দুলাভাই রনু বিশ^াস একজন ঝালমুড়ি বিক্রেতা। অভাবের কারণে তার স্ত্রীর অনু বিশ^াসের সাথে সময় ঝগড় বিবাদ লেগে থাকতো। পারিবারিক অশান্তির কারণে প্রায় সময় স্ত্রীকে মারধর করতেন রনু বিশ^াস। তাদের স্বামী-স্ত্রীর এই সমস্যা সমাধান করতে গতকাল বৃহস্পতিবার (২৫শে ফেব্রুয়ারি) রাতে দুলাভাই রনু বিশ^াসের বাড়িতে আসে শ্যালক দিপু বিশ^াস। পরে আলোচনা সাপেক্ষে পারিবারিক কলহের সমস্যা সমাধানের চেষ্টা করার সময় শ্যালক দিপু বিশ^াস ও দুলাভাই রনু বিশ^াসের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ওই সময় দুলাভাই রনু বিশ^াস উত্তেজিত হয়ে ঝালমুড়ি তৈরি করার ধারালো ছুরি দিয়ে শ্যালক দিপু বিশ^াসকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তখন স্ত্রী অনু বিশ^াস চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন ছুটে এসে ঘাতক দুলাভাই রনু বিশ^াসকে আটক করে থানায় খবর দেয়। পরে রাত অনুমান ১১টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলাভাই রনু বিশ^াসকে গ্রেফতার করে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- মৃত শ্যালক দিপু বিশ^াসের লাশ উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনার প্রেক্ষিতে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।