ছেলেটির বাড়ি ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর বকশিল্লাহপুল এলাকায় । তার বাবা মা কেউ বেঁচে নেই, ছেলেটি চৌরাস্তা বিভিন্ন চায়ের দোকানে পানি উঠানোর কাজ করত । গত পরশু গাছ থেকে পড়ে ডান পা ভেঙে গেছে ডাক্তার বলতেছে হয়তোবা পা ছুটে গেছে তাই ঢাকা রেপার করে দিছে…. অর্থ সংকটের কারণে আজও ঢাকা নেওয়া সম্ভব হয় নাই। ছেলেটির চিকিৎসার জন্য আমারা ফান্ড গঠনের চেষ্টা করতেছি। সাহায্যে পাঠানোর জন্য শাহ মোঃ মোজাম্মেল 01723370423(বিকাশ) মো ফাহাদ শেখ 01754025893 (বিকাশ) মোঃ সিয়াম শেখ 01609285433(নগদ) পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো।