মানিক দাস ॥ চাঁদপুর জেলায় প্রতিনিয়তই করোনা রোগীর চাপে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকরা হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি সরকারি ছুটি অপেক্ষা করেও সেম্পল সংগ্রহকারীরা তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হচ্ছে। কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ চাঁদপুরের শ্বাসকষ্টের রোগীদের হার বেড়েই চলছে। এসব গুরুত্বপূর্ণ রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে আইসিউ সাপোর্ট প্রয়োজন হয়ে পড়েছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আইসিউ সাপোর্ট না থাকার কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গত ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ৭ দিনে ১ হাজার ১১ জন রোগী সেম্পল সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে অর্ধশতাধিক রোগীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ২৬ মার্চ শুক্রবার করোনা সেম্পল সংগ্রহ করা হয়েছে ১শ ৬ জনের। ২৭ মার্চ শনিবার সেম্পল সংগ্রহ করা হয়েছে ১শ ৮১ জনের। ২৮ মার্চ রবিবার সেম্পল সংগ্রহ করা হয়েছে ১শ ৫৭ জনের। ২৯ মার্চ সোমবার সেম্পল সংগ্রহ করা হয়েছে ১শ ৫৩ জনের। ৩০ মার্চ মঙ্গলবার সরকারি বন্ধের দিনেও সেম্পল সংগ্রহ করা হয়েছে ১শ ১০ জনের। ৩১ মার্চ বুধবার সেম্পল সংগ্রহ করা হয়েছে ১শ ৪৬ জনের। ১ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত সেম্পল সংগ্রহ করা হয়েছে ১শ ৫৮ জনের। এই ৭ দিনে মোট ১ হাজার ১১ জনের সেম্পল সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে বুধবারে সংগ্রহকৃত সেম্পলের মধ্য থেকে ৩১ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা সংগ্রহকারী ও করোনা যোদ্ধা প্যাথলজিস্ট আব্দুল মালেক জানান, সরকারি বন্ধের দিনও আমাদেরকে করোনার জন্য কাজ করতে হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ চাঁদপুরে প্রচন্ডভাবে বৃদ্ধি পেয়েছে। যার ফলে আমাদেরকে সরকারি অফিস সময়ের পাশাপাশি অতিরিক্ত সময় পর্যন্ত কাজ করে যেতে হচ্ছে। করোনার এসব পরীক্ষা নিরীক্ষার কাজগুলোতে আমাকে সহযোগিতা করছে টেকনোলজিস্ট মনির হোসেন, সিরাজুল ইসলাম, ফয়েজ আহমেদ, নাজির হোসেন, সোলেমান ও খান মোহাম্মদ রিয়াজ। গত শুক্রবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আমরা ১ হাজার ১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি।