রেজওয়ান আলী বিরামপুর প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে বিপুল সংখ্যক মাদকদ্রব্য সহ প্রাইভেটকার আটক। জানা যায়,বিরামপুরে ১’শ ২ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। এসময় কারটির মালিক/চালকসহ অজ্ঞাতনাম ২ জন পালিয়ে যায়। উক্ত বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান,রবিবার রাত্রীকালীন হাইওয়ে ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি প্রাইভেট কারে (নম্বর ঢাকা মেট্রো ক-১১-২১৮১) সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য নিয়ে অন্যত্র পাচারের উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ মহাসড়কের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দিওড় বটতলি নামক (মমতাজ ফিলিং স্টেশন) স্থানে প্রাইভেটকারটি দেখতে পেয়ে সংকেত দিলে মহাসড়কের পাশে কারটি রেখে চালকসহ অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে প্রাইভেট কারটি তল্লাশি পৃর্বক কারটির পিছনের বক্সে সাদা প্লাস্টিকের বস্তায় ১’শ ২ বোতল ফেন্সিডিলসহ কারটি জব্দ করা হয়েছে।
ওসি আরো জানান,১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কারটির মালিক/চালক ও অজ্ঞাতনামা ২ জনের নামে মামলা (মামলা নম্বর-২০) দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।।