মতলব উত্তর প্রতিনিধি :
বোরো মৌসুমে কৃষকদের ধান কাটতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ প্রদান করেন। এরই পেক্ষিতে করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট হওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃষকদের ধান কেটে দিলেন উপজেলার কৃষক লীগ নেতারা।
শনিবার সকালে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইলিয়াছ মিয়াজীর উদ্যোগে উত্তর নাউরী গ্রামের দেলেয়ার হোসেন নামে কৃষকের ধান কেটে দেন তারা।
২০ জন স্বেচ্ছাশ্রমিক ওই কৃষকের জমির ধান কাটেন। এরপর মাড়াই করে কৃষকের ঘরে ধান তুলে দেওয়া হয়।
বিপদে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকাবাসী।
এ ব্যাপারে কৃষক লীগের সাধারণ সম্পাদদক জিএম ফারুক জানান, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এডভোকেট নুরুল আমিন রুহুল এর নির্দেশে কৃষকদের ধান কেটে দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে অসহায়-কর্মহীন ও কৃষকসহ সর্বস্তরের মানুষের পাশে কৃষকলীগ নেতারা সবসময় থাকবে।
তিনি বলেন, কৃষকদের ধান কাটার ব্যাপারে নেত্রীর নির্দেশনা রয়েছে। গতবারের মতো এবারও আমাদের সহযোগী সংগঠনগুলো ধান কাটার ব্যাপারে কৃষকদের পাশে দাঁড়াবে। সহযোগিতা করবে, এটাই আমি আশা করছি।
এ সময় ধান কাটতে সহযোগিতা করেন- কৃষকলীগ নেতা মোজাম্মেল হক, হেলাল প্রধান, বাহাউদ্দিন নেতা, মন্টু নেতা, রাব্বানী মোল্লা’সহ নেতৃবৃন্দ।