মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে মাহিন্দ্র চাকায় পিষ্ট হয়ে ব্যাটারি চালিত অটোর এক নারি যাত্রী নিহত হয়েছেন।
দ্রুতগামী মাহিন্দ্র সাথে ব্যাটারি চালিত অটোর সংঘর্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের মধ্যঝাড়গাঁও এলাকার আলেয়া খাতুন নামে এক নারী মাহিন্দ্রের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।
বুধবার (২৪ এপ্রিল) আনুমানিক ২টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও রোড বালিয়াডাঙ্গী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলেমা খাতুন ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের মধ্যঝাড়গাঁও এলাকার হামিদুল ইসলামের স্ত্রী
রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, আলেমা বেগম সকালে রহিমানপুর ইউনিয়নে মেয়ের বাসায় বেড়াতে আসে। আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহেদ রানা বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।